ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় তুলে ধরা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস

#

২০ অক্টোবর, ২০২৪,  5:51 PM

news image

বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্ট। শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। গত শুক্রবার বিকেলে চারটায় মেলা মঞ্চের ৬ নম্বর হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশের লেখক আবু সাঈদ ও ভারতের লেখক প্রিয়জিৎ দেবসরকারের লেখা ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও ব্রিটেন’ বইটির প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠান। বইটি প্রকাশ করেছে ভারতের দিল্লির ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা মতিলাল বেনারসিদাস পাবলিশিং হাউস।

আলোচনা অনুষ্ঠানে প্রিয়জিৎ দেবসরকার বলেন, ‘এই বইটিতে আমরা চেষ্টা করেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্ররা কীভাবে স্বীকৃতি প্রদান করেছে। ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রাম, গণহত্যার কথা উল্লেখ করা হয়েছে।

বইটির প্রথম ভাগে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিকে নিয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে মুক্তিযুদ্ধে যাঁরা অবদান রয়েছে তাঁদের কথাও তুলে ধরা হয়েছে। বিটিশ পার্লামেন্টের আর্কাইভের কেবিনেট অফিস থেকে প্রভাবশালী রাষ্ট্রদের স্বীকৃতিগুলো সংগ্রহ করে, সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। স্বাধীনতার ৫০ বছরের যা ছিল অরক্ষিত।’

পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার সাংবাদিক তাহের আসলাম গোরা বলেন, ‘১৯৭১ সালে পাঞ্জাবের লাহের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। তখন ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত থাকি। বাংলাদেশের এই পরিস্থিত দেখে আমরা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল, সভা করি। পুলিশের হাতে গ্রেপ্তার হই। এই বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্ক জানার জন্য গুরুত্বপূর্ণ একটি বই। বইয়ের লেখক আবু সাঈদ ও প্রিয়জিৎ দেবসরকারকে অসংখ্য ধন্যবাদ।’

মতিলাল বেনারসিদাস পাবলিশিং হাউস প্রকাশনা সংস্থার প্রকাশক বরুন জৈন বলেন, চমৎকার এই বইটি আমরা বিশ্ব বইবাজারের প্রচার ও প্রসার করব। প্রিন্ট ভার্সন ছাড়াও খুব দ্রুত সময়ে ডিজিটাল ও অডিও বই হিসেবে প্রকাশ করা হবে। আলোচনা অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রকাশক ও লেখকেরা উপস্থিত ছিলেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী