ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রি শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২৪,  12:16 PM

news image
ছবি: সংগৃহীত

ভারতের প্রভাবশালী শিল্পপতি এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ঘুষ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি, তার ভাতিজা সাগর আদানিসহ আরও ছয়জনের নাম উল্লেখ করা হয়ে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।  

মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা ভারতীয় সরকারি কর্মকর্তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ চুক্তি পাওয়ার জন্য প্রায় ২৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, এই চুক্তির বাস্তবায়নের মাধ্যমে আদানি গ্রুপ আগামী ২০ বছরে প্রায় ২০০ কোটি ডলার লাভ করতে পারত। পাশাপাশি এটি ভারতের বৃহত্তম সোলার পাওয়ার প্রকল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।  

এ বিষয়ে আদানি গ্রুপ এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে মামলার খবর প্রকাশের পর আদানি গ্রিন এনার্জি বৃহস্পতিবার ৬০ কোটি মার্কিন ডলারের একটি বন্ড জারি করার পরিকল্পনা বাতিল করেছে। চারটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বন্ডের মূল্যমান নির্ধারণ করা হলেও মামলার খবরের কারণে এটি স্থগিত করা হয়।  

মামলার খবরে বৃহস্পতিবার এশিয়ার বাজারে আদানি গ্রুপের ডলার বন্ডগুলোর মূল্য ৩ থেকে ৫ সেন্ট কমে যায়। বিশেষ করে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের বন্ডগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারি ২০২৩ সালের পর এটি তাদের সবচেয়ে বড় দরপতন বলে উল্লেখ করা হয়েছে।  

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল