ঢাকা ২৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার চব্বিশের গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতার স্বাদ— কাউছার শাহীন আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

“টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম

#

নিজস্ব সংবাদদাতা

১২ অক্টোবর, ২০২৫,  3:53 PM

news image

মোরশেদ আলম, চট্টগ্রাম:- চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’। রবিবার (১২ অক্টোবর) সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহাঙ্গীর আলম বলেন,
“টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। অসুস্থতার কারণে অনেক শিশু অকালেই বিদ্যালয় থেকে ঝরে পড়ে, তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে চাই।

পাকিস্তান, ভারত, নেপালসহ বিশ্বের বহু দেশে টাইফয়েড টিকা সফলভাবে বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশেও এর কার্যকারিতা প্রমাণিত। আমরা চাই—প্রতিটি শিশুর কাছে এই সুরক্ষার সুযোগ পৌঁছে যাক।

পটিয়াকে আমরা একটি ‘টাইফয়েডমুক্ত মডেল উপজেলা’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে—অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধি সবাই একসঙ্গে কাজ করলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব। সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামিহা রওশন।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সিভিল সার্জন ডা. তৌফিকুল আনোয়ার, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়া, এ.এস. রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোমা চৌধুরী, ডা. শামিমা হাসনাত ও ডা. রায়হানুল ইসলাম, ডা: শুভ্র দেবসহ প্রমুখ।

উল্লেখ্য, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের এই টিকার আওতায় আনা হবে। এক মাসব্যাপী এই কর্মসূচি ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে, যার মাধ্যমে সারা দেশে ৫ কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী