ঢাকা ২৪ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার চব্বিশের গণঅভ্যুত্থানে নতুন স্বাধীনতার স্বাদ— কাউছার শাহীন আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই

পটিয়া আসনে মনোনয়ন চাই যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাউছার

#

নিজস্ব সংবাদদাতা

২২ নভেম্বর, ২০২৫,  9:13 PM

news image
বক্তব্য রাখছেন সৈয়দ মোঃ কাউছার

মোরশেদ আলম:-  চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে বিএনপির হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির সভাপতি সৈয়দ মো. কাউছার।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় একটি রেস্তোরাঁয় পটিয়ার স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আগ্রহের কথা জানান।

পটিয়ায় প্রাথমিকভাবে যাকে সংসদ নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার প্রতি কোনো আক্ষেপ নেই জানিয়ে তিনি বলেন, “আমিও দল থেকে মনোনয়ন চাওয়ার অধিকার রাখি। ২০২৪ সালের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দেশে থেকে স্বশরীরে থাকতে না পারলেও যেখানে (যুক্তরাষ্ট্রে) ছিলাম, সেখান থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে সফল করেছি।” দল যদি তাকে মনোনয়ন দেয়, পটিয়াকে নিয়ে তার একগুচ্ছ স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ১৯৮৮ সালে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি পটিয়ার হাইদগাঁও হলেও পড়ালেখার সুবাদে চট্টগ্রাম শহরে থাকতে হয়েছে। তখন থেকেই দলের সব কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন তিনি। ২০০০ সালে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে সেখানে বিএনপিকে সংগঠিত করেছেন। নানা পদে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

দক্ষিণ জেলা ছাত্রদলের সংগঠক তারেক রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মো. দিদারুল আলম চৌধুরী, পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হুদা, মহানগর ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইসমাঈল, হালিশহর থানা বিএনপি নেতা হাজী ওমর মিয়া, ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবছারুল, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মো. আলী মিঠু, নিউ জার্সি স্টেট সাউথ বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাহিদুল হক চৌধুরী জাকির, হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. আবু কাউসার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য নেছার উদ্দিন রবিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. মহসিন, হাইদগাঁও ইউনিয়ন বিএনপি নেতা ইছহাক, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, শামীম, হাইদগাঁও ইউনিয়ন ছাত্রদলের রিয়াদ, রাসেল, সাদেক, শাকের, রাশেদ, ওয়াসি, আদনান প্রমুখ

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী