ঢাকা ১৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান

আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’

#

ক্রীড়া ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫,  7:06 PM

news image

সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ এক সুযোগ নিয়ে আসছে এবারের আবু ধাবি টি–১০। 


টুর্নামেন্ট কর্তৃপক্ষ ঘোষণা করেছে বহু প্রতীক্ষিত ‘সুপার ফ্যান কনটেস্ট’, যেখানে অংশ নিয়ে দর্শকরা পেতে পারেন আজীবনের মনে রাখার মতো সব অভিজ্ঞতা—ক্রিকেট কিংবদন্তিদের সঙ্গে এক্সক্লুসিভ মাস্টারক্লাস, ম্যাচের বল বয়ের দায়িত্ব, তারকাদের সঙ্গে ছবি তোলা, সই–করা জার্সি, এমনকি ম্যাচ টিকিটও।


আবু ধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাবের প্রধান নির্বাহী ম্যাট বুশার বলেন, “এই উদ্যোগ শুধু দর্শকদের সম্পৃক্ততাই বাড়াবে না, বরং স্থানীয় কমিউনিটিকে আরও কাছে টেনে আনবে। আমরা গর্বের সাথে সুপার ফ্যান কনটেস্টের ঘোষণা দিচ্ছি, যা তৃণমূল ক্রিকেটের উন্নয়নে আমাদের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে।”


টি–১০ স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাজি উল মূলক বলেন, “ক্রিকেটপ্রেমীদের কাছে প্রিয় তারকার সান্নিধ্য পাওয়ার অভিজ্ঞতা অন্য কিছুর সঙ্গে তুলনাহীন। এই কনটেস্ট বিশ্বজুড়ে টি–১০ ক্রিকেটের আকর্ষণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভক্তদের জন্য এটি খেলাটিকে আরও কাছ থেকে উপভোগ করার দারুণ সুযোগ।”


এদিকে ২০২৫ আবু ধাবি টি–১০ মাঠে গড়াতে যাচ্ছে ১৮ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। সংক্ষিপ্ত এই ফরম্যাটের উত্তেজনা এবার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে কোয়েটা ক্যাভালরি-কনর্দার্ন ওয়ারিয়র্স। দিনশেষে থাকবে আরেকটি জোরদার লড়াই—ডেকান গ্ল্যাডিয়েটর্স-দিল্লি বুলস, যারা বর্তমান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।


সুপার ফ্যান কনটেস্টে অংশ নিতে ইচ্ছুক ভক্তদের আবু ধাবি টি–১০ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নজর রাখার অনুরোধ জানিয়েছে আয়োজকরা। সেখানে ধাপে ধাপে জানানো হবে অংশগ্রহণের নিয়ম ও পুরস্কার জয়ের সুযোগ।


আবু ধাবি টি–১০ তাই শুধু মাঠের লড়াই নয়, দর্শকের জন্যও তৈরি করছে এক ভিন্নরকম ক্রিকেট উৎসব।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী