ঢাকা ১৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আবু ধাবি টি–১০: দর্শকদের জন্য দারুণ চমক ‘সুপার ফ্যান কনটেস্ট’ খুলশী থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য পটিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে বিএনপির প্রস্তুতি সভা সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের শাহজাদা মোস্তাক বিল্লাহ সুলতানপুরী আর নেই আবুধাবি টি-টেন রয়্যাল চ্যাম্পস-এ সাকিব, সঙ্গে ইংলিশ তারকা জেসন রয় গণ অধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি নিয়ে পটিয়ায় ডাঃ এমদাদুল হাসানের গণসংযোগ “ভিন্নমতের কারণেই আমরা বারবার নির্যাতনের শিকার” — সৈয়দ ইমরান

আবুধাবি টি-টেনে যুক্ত হলেন আমিরাতের রাজপরিবারের সদস্য

#

ক্রীড়া ডেস্ক

১৩ নভেম্বর, ২০২৫,  6:04 PM

news image

বিশ্বের দ্রুততত জনপ্রিয় হয়ে ওঠা ক্রিকেট ফরম্যাট আবু ধাবি টি-টেন লিগে যুক্ত হলেন সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ান। লিগটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তার নাম ঘোষণার মধ্য দিয়ে টুর্নামেন্টটি প্রবেশ করছে এক নতুন অধ্যায়ে।


আয়োজক প্রতিষ্ঠান টেন গ্লোবাল জানিয়েছে, শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতা আবু ধাবি টি-১০ লিগের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। 


বিশ্বের ৪০০ মিলিয়নের বেশি দর্শক এখন এই সংক্ষিপ্ত ফরম্যাটের খেলায় চোখ রাখে। ইতোমধ্যে এটি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এক অনন্য অবস্থান তৈরি করেছে।


লিগের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাজি উল মুল্ক বলেন,

"আবু ধাবি টি-টেন উদ্ভাবন, শ্রেষ্ঠত্ব ও আধুনিক ক্রিকেটের ভবিষ্যতের প্রতীক। শেখ মোহাম্মদ বিন হামাদ বিন তাহনুন আল নাহিয়ানের পৃষ্ঠপোষকতা আমাদের আরও বড় লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, এই লিগটি বিশ্বজুড়ে দশ ওভারের ক্রিকেটের মানদণ্ড হয়ে উঠুক।”


শেখ মোহাম্মদের পৃষ্ঠপোষকতায় আবু ধাবি শুধু ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা হিসেবেও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আয়োজকদের বিশ্বাস।


আগামী আসরে বিশ্বের শীর্ষ ক্রিকেটাররা নামবেন আবু ধাবির মাঠে। দর্শকদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চ, বিনোদন ও নানা সংস্কৃতির এক দারুণ সমন্বয়।


২০২৫ সালের আবু ধাবি টি-১০ লিগ শুরু হবে ১৮ নভেম্বর এবং শেষ হবে ৩০ নভেম্বর। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি দল— আজমান টাইটানস, অ্যাসপিন স্ট্যালিয়নস, ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস, নর্দার্ন ওয়ারিয়র্স, কোয়েটা ক্যাভ্যালরি, রয়্যাল চ্যাম্পস এবং ভিস্তা রাইডার্স।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী