ঢাকা ০৩ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
আলোচিত ওসি জায়েদ নূর প্রত্যাহার পটিয়ায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত ওসি জায়েদ নূরের বিরুদ্ধে সাংবাদিকের বিস্ফোরক বার্তা বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে

‘প্রচন্ড গরমেও আমরা খুব ঠান্ডা’

#

বিনোদন ডেস্ক

২০ মে, ২০২৪,  11:12 AM

news image
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো শাকিবের সঙ্গে কাজ করে ইতিহাস গড়তে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। নির্মাতার জন্যও প্রথম। তাই দর্শক ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সমীকরণ দেখার জন্য।

এবার চঞ্চল চৌধুরী তার ফেসবুকে শাকিবের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন। তার ক্যাপশনে অভিনেতা লিখেছেন- ‘ভয় নাই… প্রচন্ড গরমেও আমরা খুব ঠান্ডা থাকি।( এটি একটি আড্ডা ছবি)।

আসন্ন এই অ্যাকশন ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিবকে। টিজারেও সেই বিধ্বংসী রূপেই হাজির হয়েছেন সুপারস্টার। প্রতিটি দৃশ্যে অন্য এক শাকিবকে আবিষ্কার করবেন দর্শক।

তবে ভিলেনের চরিত্রটাও যে বিশেষ ভূমিকা রাখবে তা টিজারে কিছুটা হলেও আঁচ পাওয়া গেছে। শাকিবের গ্যাং লুক দেখে সবাই ভড়কে গেলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী। 

সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ। যেখানে শাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে…হাহাহাহাহা’!

শাকিবের এমন লুকে অনেকেই ভীত হলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ। যেখানে শাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে…হাহাহাহাহা’!

এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেছিলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। 

রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সঙ্গে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের এক সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আর চঞ্চল চৌধুরী ছাড়া আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী