ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

‘প্রচন্ড গরমেও আমরা খুব ঠান্ডা’

#

বিনোদন ডেস্ক

২০ মে, ২০২৪,  11:12 AM

news image
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো শাকিবের সঙ্গে কাজ করে ইতিহাস গড়তে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। নির্মাতার জন্যও প্রথম। তাই দর্শক ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের সমীকরণ দেখার জন্য।

এবার চঞ্চল চৌধুরী তার ফেসবুকে শাকিবের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন। তার ক্যাপশনে অভিনেতা লিখেছেন- ‘ভয় নাই… প্রচন্ড গরমেও আমরা খুব ঠান্ডা থাকি।( এটি একটি আড্ডা ছবি)।

আসন্ন এই অ্যাকশন ছবিতে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে শাকিবকে। টিজারেও সেই বিধ্বংসী রূপেই হাজির হয়েছেন সুপারস্টার। প্রতিটি দৃশ্যে অন্য এক শাকিবকে আবিষ্কার করবেন দর্শক।

তবে ভিলেনের চরিত্রটাও যে বিশেষ ভূমিকা রাখবে তা টিজারে কিছুটা হলেও আঁচ পাওয়া গেছে। শাকিবের গ্যাং লুক দেখে সবাই ভড়কে গেলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী। 

সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ। যেখানে শাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে…হাহাহাহাহা’!

শাকিবের এমন লুকে অনেকেই ভীত হলেও ভয় পাননি অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমার টিজারে চঞ্চলের মুখে দেখা গেছে তাচ্ছিল্যের হাসিসহ সংলাপ। যেখানে শাকিবকে উদ্দেশ্য করে অভিনেতা বলছেন, ‘তুফান, খুব ভয় পাইছি রে…হাহাহাহাহা’!

এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল বলেছিলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। 

রায়হান রাফী এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সঙ্গে শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। তাদের এক সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে। আর এত বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে অবশ্যই ভালো কিছুই হবে।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আর চঞ্চল চৌধুরী ছাড়া আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু, হাসনাত রিপনের মতো তারকারা।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী