ঢাকা ১৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বিট কর্মকর্তাসহ ৬ জনকে জিম্মি করে মারধর, অভিযুক্ত বিএনপি নেতা অনিশ্চয়তায় মালয়েশিয়ার শ্রমবাজার ১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!: সারজিস ভালুকায় মা-শিশুসহ ৩ জনকে গলাকেটে হত্যা, পুলিশের ধারণা আপনজন জড়িত শিক্ষা ও শৃঙ্খলা বিনষ্টের প্রতিবাদে দক্ষিণ জেলা ছাত্রদলের বিক্ষোভ মালদ্বীপে ইমিগ্রেশন জটিলতা এড়াতে পাসপোর্ট রিনিউতে হাইকমিশনের পরামর্শ চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম চট্টগ্রাম নগরীতে আটক পটিয়ার ইউপি চেয়ারম্যান জসিম পটিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু মালয়েশিয়ায় ইমিগ্রেশন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী

#

বিনোদন ডেস্ক

২৯ জুন, ২০২৫,  3:35 PM

news image
ছবি: সংগৃহীত

কিছুদিন আগে ভারতের এক জনপ্রিয় রিয়েলিটি শো-তে অংশগ্রহণের পর বিতর্কে জড়িয়ে আলোচনায় আসেন অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার অপূর্বা মুখিজা। তবে এর অনেক আগেই তিনি ‘দ্য রেবেল কিড’ এবং ইনস্টাগ্রামে ‘কলেশি অরাত’ নামে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এখন এই পরিচিতিই তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে।

দিল্লির মধ্যবিত্ত পরিবারের মেয়ে অপূর্বা পড়াশোনা শেষ করেন কম্পিউটার সায়েন্সে। স্নাতক সম্পন্ন করে প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডেল’-এ চাকরিতে যোগ দেন। তবে আট ঘণ্টার অফিস জীবন তাকে সন্তুষ্ট করতে পারেনি। ২০১৯ সালে প্রেমে বিচ্ছেদ এবং চাকরি ছাড়ার পর জীবনে আসে বড় পরিবর্তন। তখনই তিনি ইনস্টাগ্রামে ছোট ছোট কমেডি রিল বানানো শুরু করেন।

প্রথম দিকে নিত্যদিনের সাধারণ ঘটনা এবং সম্পর্কের নানা দিক হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করে ভাইরাল হয়ে ওঠেন অপূর্বা। তার স্পষ্টভাষী, সাহসী স্ক্রিপ্ট এবং সম্পর্ক, সমাজ নিয়ে খোলামেলা বক্তব্য দ্রুতই তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলে।

অপূর্বার জনপ্রিয়তা কেবল ফলোয়ার সংখ্যা বাড়ায়নি, এনেছে বিপুল অর্থও। নেটফ্লিক্স, অ্যামাজন, মেটা, নাইকি, গুগল, ওয়ানপ্লাসসহ প্রায় ১৫০টি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। জানা গেছে, একটি ইনস্টাগ্রাম স্টোরির জন্য তিনি প্রায় ২ লক্ষ টাকা নেন এবং প্রতিটি রিল থেকে আয় করেন ২০-২৫ লক্ষ টাকা।

যদিও তার মোট সম্পদের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে সূত্র বলছে, বর্তমানে তিনি প্রায় ১ কোটি টাকার মালিক। 

অপূর্বা একজন অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালে ‘হু ইজ ইয়োর গাইন্যাক’ ও ২০২৫ সালে ‘পক্কি বাত’ নামের ওয়েব সিরিজে তিনি অভিনয় করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী