মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান
বিনোদন ডেস্ক
০৬ মে, ২০২৫, 4:32 PM

বিনোদন ডেস্ক
০৬ মে, ২০২৫, 4:32 PM

মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান
ফ্যাশন জগতের সবচেয়ে বিলাসবহুল ইভেন্ট মেট গালা ২০২৫-এর রেড কার্পেটে প্রথমবারের মতো পা রাখলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে অনুষ্ঠিত এই ইভেন্টে ভারতীয় পুরুষ অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম এই মঞ্চে উপস্থিত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি কালো স্যুটে 'বাঙালি বাবু' লুকে হাজির হয়েছিলেন কিং খান।
'সুপারফাইন: টেইলর্ড ফর ইউ' থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে সব্যসাচীর ডিজাইনে শাহরুখের পোশাকে ফুটে উঠেছিল বাংলার ঐতিহ্য। ভি-নেক সিল্ক শার্ট, টেলকোট, কোমরবন্ধ এবং হাতে ছড়ি তাঁকে দিয়েছিল এক তরুণ জমিদারের ভাবমূর্তি। বিশেষভাবে নজর কেড়েছিল গলার 'কে' অক্ষর খচিত পেনডেন্ট, যা শাহরুখের আইকনিক স্টাইলকে আরও বাড়িয়ে দিয়েছে।
ডিজাইনার সব্যসাচী বলেন, "শাহরুখ শুধু একজন সুপারস্টার নন, তিনি কালচারাল আইকন। তাঁর মাধ্যমে বাংলার শিল্পকে বিশ্বে পৌঁছে দেওয়া আমার জন্য গর্বের।"
গত বছর সব্যসাচীর শাড়িতে মেট গালায় আলিয়া ভাটের পর এবার শাহরুখের উপস্থিতি ভারতীয় ফ্যাশনের আন্তর্জাতিক প্রভাবকে আরও শক্তিশালী করেছে। ইভেন্টে তাঁর আইকনিক পোজ এবং ভক্তদের সঙ্গে আন্তরিক মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি, প্রিয়াঙ্কা চোপড়া ও কিয়ারা আদভানির মতো তারকরাও উপস্থিত ছিলেন এই জমকালো আসরে।