ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

রাশমিকার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ঘি ঢাললেন বিজয়

#

বিনোদন ডেস্ক

০৪ মে, ২০২৫,  6:10 PM

news image
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা দেবরকোন্ডা বিজয় ও অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমকে ঘিরে। গত কয়েক দিন ধরে নেটিজেনদের মধ্যে চর্চার কেন্দ্রে রয়েছে বিজয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেখানে তিনি এখন মাত্র ৩৫ জনকে ফলো করলেও সেই তালিকায় রাশমিকার নাম নেই। এই ঘটনাকে ঘিরে ফের জোরালো হয়েছে দুজনের বিচ্ছেদের গুঞ্জন।  

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা গীত গোবিন্দম-এ জুটি বেঁধে দর্শকদের হৃদয় জয় করেছিলেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাদের রসায়ন নিয়ে কৌতূহল ছিল ভক্তদের। গত বছর বিভিন্ন ইভেন্টে একসঙ্গে দেখা গেছে দুজনকে। এমনকি বিজয় গোপন প্রেমিকার ইঙ্গিত দিয়েও সংবাদ শিরোনাম হয়েছিলেন। যদিও নাম প্রকাশ না করলেও, রাশমিকাকে বিজয়ের পরিবারের সঙ্গে সময় কাটাতেও দেখা গেছে। নতুন বছরের শুরুতেও দুজনের পারিবারিক আড্ডার ছবি ভাইরাল হয়েছিল।  

তবে সাম্প্রতিক সময়ে বিজয় রাশমিকাকে আনফলো করায় প্রশ্ন উঠেছে সম্পর্কে ফাটল নিয়ে। অনেকই বলছেন, সেলিব্রিটিদের সামাজিক মাধ্যমের কার্যক্রম প্রায়ই ব্যক্তিগত জীবনের ইঙ্গিত বহন করে। 

তবে আনফলো করার পেছনে কী কারণ, তা নিয়ে এখনও মুখ খুলেননি বিজয়। অন্যদিকে, রাশমিকা এখনও ইনস্টাগ্রামে বিজয়কে ফলো করছেন। মিডিয়া সূত্রে জানা গেছে, গুঞ্জন শুরুর আগে দুজন একসঙ্গে ছুটি কাটাতে বিদেশেও গিয়েছিলেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী