ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫ ক্ষমতার লোভ ভয়ানক, মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন: হাবিবুল আউয়াল দক্ষিণ জেলা বিএনপি: ইউনিট কমিটির আবেদন শুরু ৭ জুলাই

‘অনেক টাকা আয় করছি, খরচের সময় নেই...’

#

বিনোদন ডেস্ক

০১ মে, ২০২৫,  4:55 PM

news image
ছবি: সংগৃহীত

লাক্স প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। কাজ করেছেন ছোট পর্দায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে তিনি নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে এক মার্কিন নাগরিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়নি তাদের। পিয়ার দাবি, চলতি বছরের শেষ নাগাদ বিয়ের রীতি-অনুষ্ঠান শেষ করার পরিকল্পনা রয়েছে।  

বাংলাদেশে ক্যারিয়ার নিয়ে হতাশার কথাও জানান তিনি। পিয়ার ভাষ্য, "লবিং ছাড়া এখানে কাজ পাওয়া কঠিন। একটি ভালো সিনেমার প্রস্তাব ছিল, যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। মিডিয়ায় কাজের আগ্রহটাই নষ্ট হয়ে যায়। টাকা কামানোর জন্যই মূলত কাজ করতাম। কাজ না পেলে টাকা আসবে কীভাবে? তাই অন্য পথ বেছে নিই।"  

নিউইয়র্কে পাড়ি জমিয়ে বাংলাদেশের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন পিয়া। বর্তমানে সোশ্যাল মিডিয়াকে ইনকামের উৎস বানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম ও ফেসবুকে ব্র্যান্ডগুলোর প্রচারে অংশ নিয়ে মাসে দুই থেকে তিন হাজার ডলার সম্মানী পান বলেও দাবি তার। পিয়ার মতে, টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী