ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

৭ শতাধিক বাংলাদেশিকে বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

#

নিজস্ব সংবাদদাতা

১৮ মে, ২০২৪,  3:08 PM

news image
ছবি: সংগৃহীত

বিচারের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশি কর্মীদের বেতন না দেয়া মালয়েশিয়ান কোম্পানি। ৭৩৩ বাংলাদেশি কর্মীদের শোষণ ও চাকরিচ্যুত করার পর ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়া এবং শ্রম আইন লঙ্ঘন করার দায়ে দেশটির ডেপুটি পাবলিক প্রসিকিউটর ওই কোম্পানি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, জোহর শ্রম বিভাগ বর্তমানে চাকরির আইন ১৯৫৫ এর ধারা ৬৯(৪) এর অধীনে আদালতের আদেশ বাস্তবায়ন করছে।

দোষী প্রমাণিত হলে প্রতিটি অপরাধের জন্য তাদের ৫০ হাজার রিঙ্গিত জরিমানাসহ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা থাকতে পারে। 

এদিকে, শ্রমিকদের অভিযোগের পর মালিকপক্ষের বিরুদ্ধে ১০টি অভিযোগ ফাইল খোলা হয়েছে এবং এর মধ্যে ৬টির ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ নেয়া হয়েছে। বাকি ৪টির জন্য মামলা দায়ের করার অনুমতি দেয়া হয়েছে। 

যদিও এরইমধ্যে কোম্পানির অভিবাসী শ্রমিক নিয়োগের কোটা বাতিল করা হয়েছে এবং নিয়োগদাতা নতুন অভিবাসী শ্রমিক নিয়োগ থেকে কালো তালিকাভুক্ত হয়েছেন। তবে, ৭৩৩ জন অভিবাসীর মধ্যে ৬৯২ জনকে বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পুনর্নিযুক্ত করা হয়েছে।

গত, ৫ ফেব্রুয়ারি জোহর শ্রম বিভাগের (জেটিকে) কর্মকর্তারা নিয়োগকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে শ্রম আদালত ৭৩৩ জন বাংলাদেশি শ্রমিকের নিয়োগকর্তাকে ১ কোটি ৩৫ লাখ ৫৫৭ টাকা বকেয়া মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, কাজ না দেয়া শ্রমিকদের মজুরি পরিশোধের দায়িত্ব নিয়োগদাতাদের, যা মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম পুনর্ব্যক্ত করেছেন। 

স্টিভেন সিম বলেন, এই সফল প্রক্রিয়াটি একটি নজির স্থাপন করেছে যা ভবিষ্যতে শ্রম-সম্পর্কিত মামলাগুলোর জন্য একটি রেফারেন্স হিসেবে কাজ করবে। তিনি বলেন, এটি আইনিভাবে আনা অভিবাসী শ্রমিকদের নিয়েছিল, যারা দেশে এসে উপেক্ষিত এবং কর্মসংস্থান না পাওয়ার শিকার হয়েছিল। 

মালয়েশিয়ায় কাজের সন্ধানে গিয়ে প্রতারিত হওয়া ১৭১ জন বাংলাদেশি স্থানীয় কোতা তিঙ্গি জেলার বায়ু দামাই থানায় গিয়েছিলেন অভিযোগ করতে। উল্টো প্রতারিত হওয়া অসহায় সেই ১৭১ জন বাংলাদেশি কর্মীকেই আটক করে পুলিশ। রাস্তায় শ্রমিকদের হাঁটতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে জহুর রাজ্যের একটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী