ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন একদিনে আরও ৩১৭ জনের ডেঙ্গু শনাক্ত মহান শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে পটিয়ায় বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ মুসলিম মিল্লাতের শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রামে বিশাল র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ‘তুদের বিপ্লব শেষ’ বলেই পেটানো হয়, হাসপাতালে কাতরাচ্ছে রিদুয়ান সিদ্দিকী আলোচিত ওসি জায়েদ নূর প্রত্যাহার পটিয়ায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ স্থগিত ওসি জায়েদ নূরের বিরুদ্ধে সাংবাদিকের বিস্ফোরক বার্তা বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার

ফ্ল্যাট বিতর্কের পর প্রকাশ্যে টিউলিপ

#

নিজস্ব সংবাদদাতা

০৯ জানুয়ারি, ২০২৫,  6:54 PM

news image
ছবি: সংগৃহীত

ফ্ল্যাট কেলেঙ্কারি এবং দুর্নীতির অভিযোগের পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তাকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে। 

ফিন্যান্সিয়াল টাইমস জানায়, টিউলিপ তার ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার এক সহযোগীর কাছ থেকে ফ্ল্যাট উপহার পেয়েছেন। এই তথ্য তিনি গোপন রেখেছেন। গত সপ্তাহে এই সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার প্রথম প্রকাশ্যে দেখা গেছে টিউলিপকে। 

ডেইলি মেইল জানিয়েছে, টিউলিপকে অর্থ মন্ত্রণালয়ের অফিসে যেতে দেখা গেছে। 

তাকে ‘প্রতারক মন্ত্রী’ হিসেবে অভিহিত করে সংবাদমাধ্যমটি বলেছে, ২০২২ সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। ওই সময় তারা খুঁজে পেয়েছিল এটি আসলে তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা কথা বলেন যে, ফ্ল্যাটটি তার বাবা-মা তাকে কিনে দিয়েছেন। ওই সময় ডেইলি মেইলকে তিনি হুমকি দেন, এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এরপর আর এটি প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল কোড উপদেষ্টা বিষয়টি তদন্ত করবেন। ডেইলি মেইলকে দেওয়া টিউলিপের আগের বক্তব্য এবং নতুন তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে বলে অভিযোগ উঠেছে।  

লেবার পার্টির একটি সূত্র নিশ্চিত করেছে, টিউলিপের বাবা-মা তাকে ফ্ল্যাটটি কিনে দেননি। বরং এটি তার খালার সহযোগীর কাছ থেকে ‘উপহার’ হিসেবে এসেছে। এই তথ্য সামনে আসার পর টিউলিপ নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন বলে জানা গেছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী