ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

যুক্তরাজ্যে অ্যাপলের বিরুদ্ধে ১৮০ কোটি ডলারের মামলা

#

নিজস্ব সংবাদদাতা

১৪ জানুয়ারি, ২০২৫,  4:33 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ১৮০ কোটি ডলারের একটি মামলার মুখোমুখি হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। অভিযোগ উঠেছে, অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপ ডেভেলপারদের উপর ৩০ শতাংশ কমিশন আরোপ করে বাজারে নিজেদের একচেটিয়া প্রভাব বজায় রাখছে কোম্পানিটি। 

প্রায় দুই কোটি আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীর পক্ষ থেকে দায়ের করা এ মামলায় বলা হয়েছে, অ্যাপলের অতিরিক্ত চার্জের কারণে ব্রিটিশ ভোক্তাদের ১৫০ কোটি পাউন্ড বা ১৮০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।  

‘কম্পিটিশন আপিল ট্রাইব্যুনাল’-এর নতুন ‘ক্লাস অ্যাকশন’ কাঠামোর আওতায় আনা এ মামলাটি ব্রিটেনে বড় প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে প্রথম বড় ধরনের মামলা। রয়টার্স জানায়, এটি ভবিষ্যতে গুগল, মেটা এবং অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে একই ধরনের মামলার ভিত্তি হতে পারে।  

মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যাপলের অ্যাপ স্টোর কমিশন ন্যায্য নয় এবং এটি বাজারের প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে অ্যাপ কেনার ক্ষেত্রে ভোক্তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।  

অভিযোগকারীদের পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, অ্যাপলের অতিরিক্ত কমিশনের কারণে লাখ লাখ ভোক্তা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।  

অন্যদিকে, অ্যাপল এ অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে। তারা বলেছে, অ্যাপ স্টোরের মাধ্যমে নিরাপদ এবং সমন্বিত আইওএস ইকোসিস্টেম নিশ্চিত করার জন্যই এই কমিশন।  

এদিকে, গুগলের বিরুদ্ধেও একই ধরনের মামলা দায়েরের পরিকল্পনা রয়েছে যুক্তরাজ্যে। গুগলের বিরুদ্ধে আনুমানিক ১,১০০ কোটি ডলারের মামলা হতে পারে। ২০২৫ সালের শেষ দিকে এ মামলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী