টিউলিপ ইস্যুতে এবার ঘি ঢাললেন ড. ইউনূস
নিজস্ব সংবাদদাতা
১২ জানুয়ারি, ২০২৫, 11:56 AM

নিজস্ব সংবাদদাতা
১২ জানুয়ারি, ২০২৫, 11:56 AM

টিউলিপ ইস্যুতে এবার ঘি ঢাললেন ড. ইউনূস
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। লন্ডনের সম্পত্তি থেকে আয় গোপন করা, বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ এবং রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে তিনি চাপে রয়েছেন। বিভিন্ন মহল থেকে তাকে মন্ত্রীর পদ থেকে সরানোর দাবি উঠেছে।
ব্রিটিশ বিরোধীদলীয় নেতা এবং কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ টিউলিপকে বরখাস্তের দাবির মধ্যে এবার তার বিরুদ্ধে অভিযোগে নতুন মাত্রা যোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শেখ হাসিনার শাসনামলে তাঁকে এবং তাঁর পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য টিউলিপের ক্ষমা চাওয়া উচিত। তার লন্ডনের সম্পত্তিগুলো কীভাবে অর্জিত হয়েছে, তা তদন্ত হওয়া প্রয়োজন। যদি প্রমাণিত হয় যে এসব সম্পত্তি অনৈতিক উপায়ে অর্জিত, তবে তা ফিরিয়ে দেওয়া উচিত।”
ড. ইউনূস আরও বলেন, “টিউলিপ দুর্নীতি দমন মন্ত্রী, অথচ তার বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে বড় বিদ্রূপ আর কিছু হতে পারে না। যদি তিনি নিজেকে নির্দোষ দাবি করেন, তবে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করাই উচিত।”
সানডে টাইমস জানিয়েছে, তদন্তে নিশ্চিত হয়েছে যে টিউলিপ একটি বাড়িতে বাস করেছেন, যা দুই বাংলাদেশি ব্যবসায়ী অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ টিউলিপ বরাবরই আর্থিক স্বচ্ছতার পক্ষে কথা বলে আসছেন।
ড. ইউনূস আরও বলেন, “আপনি যখন কাজটি করেছিলেন, তখন হয়তো বুঝতে পারেননি। কিন্তু এখন তো বুঝতে পারছেন। ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তা না করে আপনি নিজেকে রক্ষা করছেন।”