হাইকোর্টের রায়ের পরে যা বললেন নিপুণ
০৯ ফেব্রুয়ারি, ২০২২, 7:02 PM

NL24 News
০৯ ফেব্রুয়ারি, ২০২২, 7:02 PM

হাইকোর্টের রায়ের পরে যা বললেন নিপুণ
নিজস্ব প্রতিনিধি : আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কেউ বসবে না এই পদে। আদালতের এ আদেশের পর পরই এফডিসি প্রাঙ্গণে হাজির হয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিপুণ আক্তার।
জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সেইসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেছেন আদালত।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আগেও বলেছিলাম আমি ন্যায় বিচার চাই। আদালতও আমাকে ন্যায় বিচারটাই দিয়ে দিলেন। এখন আর চেয়ারে বসতে বাধা থাকলো না। আসলে উনারা একটা রুল জারি করেছিলেন, সেটা আসলে মেইনটেইন অ্যাবল না- যা পরে ফুলবেঞ্চে শুনানি হবে। আর আপিল নিয়ে যে রায়টা ছিলো, তা আজ বাতিল হয়ে গেছে।