ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
ভারতের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান: আইএসপিআর আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী ভারত-পাকিস্তান ইস্যুতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করল সরকার বেসরকারি অফিসেও ঈদুল আজহার ছুটি ১০ দিন মেট গালায় বাংলার ঐতিহ্য নিয়ে কিং খান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে ৫৭টি মুসলিম দেশ, চাপে ভারত পাহাড়ের আড়ালে অপহরণের রাজত্ব—ভয়ে কাঁপছে পটিয়ার জনপদ শাপলা চত্বরে নিহত ৯৩ জনের তালিকা প্রকাশ করল হেফাজত ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান, পাল্লা ১২০ কিমি ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ২

হলিউড অভিনেতা টম ক্রুজ মেয়েকে দেখেন না দীর্ঘ ১১ বছর

#

বিনোদন ডেস্ক

০৭ জুলাই, ২০২৪,  2:12 PM

news image
ছবি: সংগৃহীত

হলিউড অভিনেতা টম ক্রুজ মানেই সুপারহিট সিনেমা। বিশ্বব্যাপী অসংখ্য দর্শকের উন্মাদনা জাগে তার নাম শুনলেই। কিন্তু ব্যক্তি জীবনে একজন বাবা হিসেবে নিজের সন্তানের সঙ্গে সম্পর্ক গড়তে কতটা সফল এ অভিনেতা। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি টম ক্রুজের কাছের এক সূত্র জানিয়েছেন অবাক করা খবর। নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেলেছেন অভিনেতার কন্যা সুরি। এমনকি দীর্ঘ ১১ বছর ধরে দেখা হয়না বাবা-মেয়ের। 

টম ক্রুজ যখন সর্বশেষ সুরিকে দেখেছিলেন, তখন তার বয়স ছিল ৭ বছর। সুরির বয়স এখন ১৮। এতগুলো বছর টম ক্রুজের সঙ্গে দেখা হয়নি সুরির। এখন শোনা যাচ্ছে অভিনেতা নিজেই নাকি দেখা করতে চাননি সুরির সাথে।

অভিনেতার কাছের সূত্র এই প্রসঙ্গে বলেন, ‘সুরির সাথে এতগুলো বছর ক্রুজের দেখা হয়নি তার কারণ খুব সাধারণ, অভিনেতাই দেখা করতে চাননি।’

তবে অন্য সন্তানদের সঙ্গে টম ক্রুজের সম্পর্ক ভালো। কেন তিনি সুরির সাথে সম্পর্ক ঠিক করতে আগ্রহী নন, এই বিষয়টি ভাবাচ্ছে ভক্তদের।

৬২ বছর বয়সী অভিনেতা ও তার প্রাক্তন স্ত্রী নিকোল কিডম্যানের দত্তক নেয়া দুই সন্তান ইজাবেলা ক্রুজ (৩১) এবং কনর ক্রুজ (২৯)। এই দুই সন্তানদের সঙ্গে টম ক্রুজের সম্পর্ক ভালো।

সুরির মা কেটি হোমসের সাথে টম ক্রুজের বিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর সুরিকে দেখার আইনি অধিকার পেলেও তিনি দেখা করেননি। এটা তার নিজের সিদ্ধান্তের কারণেই হয়েছে বলে জানান সূত্র।

চলতি বছরের জুনে, সুরি তার নাম থেকে বাবার পদবী ‘ক্রুজ’ মুছে ফেলেছেন। এতে বোঝা যাচ্ছে যে বাবার পরিচয়ে আগ্রহ নেই সুরিরও। তিনি মায়ের নামের মধ্যাংশ ‘নোয়েল’ যোগ করেছেন। তবে আইনি ভাবে নাম বদলেছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী