NL24 News
১৬ মে, ২০২৩, 4:28 PM
হঠাৎ মুম্বাইয়ের রাস্তায় বাইকে আনুশকা
হঠাৎ মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল আনুশকা শর্মাকে। তবে প্রতিদিনের মতো গাড়িতে নয়, বাইকে। নিজের গাড়ি দাঁড় করিয়ে দেহরক্ষীর বাইকে উঠে কাজে রওনা দিলেন অভিনেত্রী। এসময় তার পরনে ছিল সাদা চেক শার্ট, চোখে রোদ চশমা, হাতে ব্যাগ। আনুশকাকে দেখা মাত্রই তার পিছু নেন আলোকচিত্রীরা। মুহুর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে এমনটাই জানা গেছে।অন্য একজন লিখেছেন, ‘হেলমেট কোথায়, দু’জনেরই হেলমেটটা পরা উচিত ছিল।’তবে শুধু আনুশকা একা নন, সোমবার মুম্বাইয়ের রাস্তায় বাইকে চেপে গন্তব্যে গিয়েছেন অমিতাভ বচ্চনও। সেদিন সকালে মুম্বাইতে বেশ যানজট ছিল। শুটিং স্পটে পৌঁছতে দেরি হবে তাই বাইকেই রওনা দেন তিনি। বহু গাড়ির পিছনে রাস্তায় আটকে পড়েছিলেন অভিনেতা। অনেক সময় বসে ছিলেন, কিন্তু গাড়ির লাইন আর আগায় না, অথচ কলটাইম এগিয়ে আসছে। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে হাজিরা দিতে চান অমিতাভ। তাই সমস্যা সমাধানে এগিয়ে এলেন এক বাইকার। অমিতাভকে যানজট থেকে উদ্ধার করে অন্য গাড়ির পাশ কাটিয়ে পৌঁছে দিলেন গন্তব্যে।
আর সেই ঘটনা সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন উচ্ছ্বসিত অমিতাভ।