ঢাকা ০৩ জুন, ২০২৩
সংবাদ শিরোনাম
রামুতে ৮০ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক ৩ মহেশখালী দ্বীপের শীর্ষ ডাকাত অস্ত্রসহ আটক কক্সবাজারে আওয়ামী লীগের ১৩ নেতা বহিষ্কার স্ত্রীর ভরণ-পোষণে সামাজিক বাস্তবতা ও দেওয়ানী প্রতিকার সাগরে ইন্জিনবিকল হওয়া ট্রলার থেকে ২১ জেলে উদ্ধার চকরিয়ায় তিনদিনে তিন শিক্ষার্থীর মৃত্যু রামুতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল রামুর আইনশৃঙ্খলা সুন্দর পরিবেশে ঐক্যবদ্ধভাবে বজায় রাখতে হবে - কাজল কক্সবাজার এলএ শাখার শীর্ষ দালাল বেপরোয়া হাবিব সিন্ডিকেট মা-বাবার দায়িত্ব নিলেন তরুণী, বেতন ৫৭০ ডলার

হঠাৎ মুম্বাইয়ের রাস্তায় বাইকে আনুশকা

#

১৬ মে, ২০২৩,  4:28 PM

news image


হঠাৎ মুম্বাইয়ের রাস্তায় দেখা গেল আনুশকা শর্মাকে। তবে প্রতিদিনের মতো গাড়িতে নয়, বাইকে। নিজের গাড়ি দাঁড় করিয়ে দেহরক্ষীর বাইকে উঠে কাজে রওনা দিলেন অভিনেত্রী। এসময় তার পরনে ছিল সাদা চেক শার্ট, চোখে রোদ চশমা, হাতে ব্যাগ। আনুশকাকে দেখা মাত্রই তার পিছু নেন আলোকচিত্রীরা। মুহুর্তেই সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে এমনটাই জানা গেছে।অন্য একজন লিখেছেন, ‘হেলমেট কোথায়, দু’জনেরই হেলমেটটা পরা উচিত ছিল।’তবে শুধু আনুশকা একা নন, সোমবার মুম্বাইয়ের রাস্তায় বাইকে চেপে গন্তব্যে গিয়েছেন অমিতাভ বচ্চনও। সেদিন সকালে মুম্বাইতে বেশ যানজট ছিল। শুটিং স্পটে পৌঁছতে দেরি হবে তাই বাইকেই রওনা দেন তিনি। বহু গাড়ির পিছনে রাস্তায় আটকে পড়েছিলেন অভিনেতা। অনেক সময় বসে ছিলেন, কিন্তু গাড়ির লাইন আর আগায় না, অথচ কলটাইম এগিয়ে আসছে। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে হাজিরা দিতে চান অমিতাভ। তাই সমস্যা সমাধানে এগিয়ে এলেন এক বাইকার। অমিতাভকে যানজট থেকে উদ্ধার করে অন্য গাড়ির পাশ কাটিয়ে পৌঁছে দিলেন গন্তব্যে।


আর সেই ঘটনা সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন উচ্ছ্বসিত অমিতাভ।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল