ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫
সংবাদ শিরোনাম
পটিয়ায় ফুলকলি কারখানার দূষণ বন্ধে স্মারকলিপি পটিয়ায় ফুলকলি কারখানার দূষণ বন্ধে স্মারকলিপি বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে: প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান বল হাতে লড়াইয়ের পরও হার মানল বাংলাদেশ কাশ্মীরে হামলার শোক জানিয়ে মোদিকে বার্তা ড. ইউনূসের পারভেজ হত্যা মামলায় দুই ছাত্রী বহিষ্কার, খুঁজছে পুলিশ ক্ষমতার চেয়ারে যে বসে, সে-ই সবকিছু লুটে খেতে চায়: ধর্ম উপদেষ্টা রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা জেলখানায়: শাজাহান খান মারা গেলেন পোপ ফ্রান্সিস

সৌদি রাষ্ট্রদূতকে স্বামী দাবি মডেল মেঘনার

#

নিজস্ব সংবাদদাতা

১৭ এপ্রিল, ২০২৫,  4:52 PM

news image
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফের সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন আলোচিত মডেল মেঘনা আলম। সাবেক ‘মিস আর্থ বাংলাদেশ’ আদালতকে বলেছেন, কেবল সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গেই তার ‘প্রেমের সম্পর্ক’, অন্য কারো সঙ্গে নয়।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়ার আদালতে তোলা হলে বিচারকের অনুমতি নিয়ে এ কথা বলেন মেঘনা।

মেঘনা বলেন, সৌদি রাষ্ট্রদূত ঈসার সঙ্গে আমার বিয়ে হয়। ঈসা অভিযোগ করেন, আমি নাকি তার বাচ্চা নষ্ট করে ফেলেছি। এটা মোটেও সত্য না। 

রূপবতীদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে ধানমণ্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য তাকে এদিন আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ মামলায় মেঘনাকে গ্রেফতার দেখানোর পক্ষে শুনানি করেন।

তিনি শুনানিতে বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূতসহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ফাঁসানোর চেষ্টা করেন। এবং তার কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন বলে অভিযোগ রয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী