আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৪, 12:11 PM
সৈন্য সংকটে যুদ্ধ চালাতে হিমশিম খাচ্ছে ইসরায়েল
বর্তমানে রিজার্ভ সৈন্য সংকটের মুখে পড়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিশেষ করে গাজা ও লেবাননে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় দেশটি সামরিক দিক দিয়ে চাপের মধ্যে আছে। এ অবস্থায় রিজার্ভ সৈন্য সংগ্রহেও সমস্যায় পড়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর থেকে প্রায় তিন লাখ রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে। এদের মধ্যে অনেকেই ৪০ বছরের বেশি বয়সী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাস এবং লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে তাদের ফ্রন্টলাইন সৈন্যদের সংখ্যা কমে গেছে। গত ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরু করার পর থেকে ইসরায়েল ৩৬৭ সেনা হারিয়েছে। এছাড়া গত ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান চালানোর পর নিহত হয়েছে আরও ৩৭ জন সৈন্য। এতে সৈন্য সংকট আরও তীব্র হয়েছে। এমন অবস্থায় রিজার্ভ সৈন্যদের ডিউটির সময়সীমা বাড়ানো হয়েছে।
আরিয়েল সেরি-লেভি নামে একজন রিজার্ভ সৈন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমরা ডুবে যাচ্ছি। গত ৭ অক্টোবরের হামলার পর থেকে আমাকে চারবার ডাকা হয়েছে। এই যুদ্ধ বন্ধ হওয়া উচিত।
শুধু সৈন্য হারানোই নয়, যুদ্ধের কারণে দেশটির অনেক ফ্রিল্যান্সারও কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছেন। যদিও ইসরায়েলি সরকার তাদের জন্য ন্যূনতম আয়ের গ্যারান্টি দেয়। সৈন্য সংকটে ইসরায়েলের সামরিক বাহিনী এখন একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে।