আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর, ২০২৪, 3:28 PM
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার
ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোই আমেরিকায় গ্রেপ্তার হয়েছেন। গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া থেকে তাকে গ্রেপ্তার করে মার্কিন অভিবাসন অধিদপ্তরের কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কোনো হত্যা মামলায় আনমোলকে গ্রেপ্তার করা হয়নি। ভুয়া কাগজপত্র দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার হয়েছেন।
মার্কিন অভিবাসন অধিদপ্তর যাচাই করে দেখেছে আনমোল বিষ্ণোইয়ের ট্রাভেল ডকুমেন্টস সংক্রান্ত নথি ভুয়া। ২০২২ সালের ১৫ মে আনমোল আমেরিকা পালিয়ে যায়। ‘ভানু’ পরিচয় দিয়ে ভুয়া পাসপোর্ট তৈরি করেন তিনি। তাঁর ট্রাভেল ডকুমেন্টসে ভুয়া নাম থাকায় বিষয়টি নজরে পড়ে অভিবাসন অধিদপ্তরের। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, মার্কিন তদন্ত সংস্থার (এফবিআই) কর্মকর্তারা এরই মধ্যে আনমোলকে নিয়ে ভারতীয় এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা সেরেছে। কীভাবে তাকে ভারতে ফেরত পাঠানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) পক্ষ থেকে আনমোল বিষ্ণোইয়ের গ্রেপ্তারের ওপর ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যায় আনমোলের প্রত্যক্ষ যোগ ছিল বলে দাবি তদন্তকারী সংস্থার। ২০২২ সালের মে মাসে হত্যা করা হয়ে সিধুকে। ঠিক তার আট মাসে আগে যোধপুরের কারাগার থেকে জামিনে ছাড়া পান আনমোল। সিধু মুসেওয়ালা নিহতের পর থেকেই পলাতক এই গ্যাংস্টার। ওই সময় ভুয়া পাসপোর্ট নিয়ে তিনি আমেরিকা পাড়ি দিয়েছিলেন বলে পুলিশের সন্দেহ।
চলতি বছরের সেপ্টেম্বরে রাজস্থান সরকার জানায়, আনমোল বিষ্ণোইয়ের নামে ৩১টি মামলা রয়েছে। যার মধ্যে ২২টিই রাজস্থানে। ৯টি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি রয়েছে।