ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

সুবিধা বঞ্চিতদের পাশে 'পূওর পিপল হেলফার্স'

#

নিজস্ব সংবাদদাতা

১৬ জানুয়ারি, ২০২২,  6:50 PM

news image
সুবিধা বঞ্চিতদের পাশে 'পূওর পিপল হেলফার্স'

এন এল প্রতিবেদকঃ- ৭ জন মানবপ্রেমী যুবকের হাত ধরে 'পূওর পিপল হেলফার্স' নামক সংগঠনটির শুরুটা হয় ২০২১ সালের ফেব্রুয়ারিতে। শুরুর পর থেকে সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে ছুটে বেড়াচ্ছেন সংগঠনের এই ৭ জন যুবক।

মহামারী করোনা শুরু থেকে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্যও তাদের ভূমিকা ছিল লক্ষনীয়। এছাড়াও স্কুল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, এবং রাতের আধারে শীতার্তদের খুঁজে খুঁজে শীতবস্ত্র দিয়ে যাচ্ছেন তারা।

সরেজমীনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় রাতের আধারে শীতার্তদের শীতবস্ত্র পড়িয়ে দিতে সংগঠনটির সদস্যসের।

রাতের আধারে শীতার্তদের শীত বস্ত্র পড়িয়ে দেওয়ার এমন ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণের বিষয়ে জানতে চাইলে সংগঠনের সদস্য আরফাতুল ইসলাম এই প্রতিবেদককে জানান, তারা ৭জন মিলে ২০২১ সালে ফেব্রুয়ারি মাসে সংগঠনটি প্রতিষ্টা করে সমাজের সুবিধা বঞ্চিতদের পাশে দাড়ানোর জন। সমাজের অনেক মানুষ আছেন যারা এই শীতে শীতবস্ত্রের অভাবে পচন্ড ঠান্ডায় কাপছে। আমরা এমন মানুষদের খুঁজে খুঁজে শীতবস্ত্র দিচ্ছি।

তিনি আরো জানান, সমাজের প্রতিটা মানুষ রুটি রুজির সমান অধিকার পাবে। কিন্তু আজ অনেক মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সমাজের বিত্তশালীরা তেলা মাথায় তেল দিচ্ছে। গরীব, সুবিধা বঞ্চিতদের পাশে কয়জনই বা দাড়াচ্ছে। আমরা আমাদের আয়ের একাংশ সমাজের সুবিধা বঞ্চিতদের কে দেওয়ার চেষ্টা করছি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সংগঠনটির বর্ষপূর্তি উৎযাপন অনুষ্ঠানে বান্দরবানের লামা উপজেলার ডিগ্রীখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যাবতীয় শিক্ষাসামগ্রী বিতরণ করা হবেও বলেও জানান তিনি।

সংগঠেনের বাকি সদস্যরা হলেন, মো নুরু, মঈন উদ্দিন আবেদ,  নয়ন ইসলাম,  আরমজিদ শান্ত, খালেদ হোসেন সজীব,  জাহেদুল ইসলাম তুষার।

#মোরশেদ

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী