যে গ্রামে গালি দিলে দিতে হয় জরিমানা
নিজস্ব সংবাদদাতা
১১ ডিসেম্বর, ২০২৪, 7:23 PM
নিজস্ব সংবাদদাতা
১১ ডিসেম্বর, ২০২৪, 7:23 PM
যে গ্রামে গালি দিলে দিতে হয় জরিমানা
ভারতের মহারাষ্ট্রের সোন্ডালে গ্রামে গালিগালাজ বন্ধে নেওয়া হয়েছে এক অভিনব উদ্যোগ। গ্রামবাসীরা শপথ নিয়েছেন, তারা মুখ থেকে কখনও গালি বা খারাপ শব্দ ব্যবহার করবেন না। এই নিয়ম ভঙ্গ করলেই গুনতে হবে ৫০০ রুপি জরিমানা। নারীদের সম্মান রক্ষা এবং সমাজে সৌহার্দ্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২০১১ সালের জনগণনা অনুযায়ী সোন্ডালে গ্রামের ১৮০০ মানুষের বাস। গ্রামের প্রধান শরদ আরগড়ে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, "আমরা আমাদের নারীদের সম্মান এবং মর্যাদা রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব উত্থাপন করি। গ্রামের সকল বাসিন্দা এই প্রস্তাবে একমত হন এবং তা মেনে চলতে সম্মত হন।"
শরদ আরগড়ে আরও বলেন, "আমাদের গ্রাম মূলত আখ চাষের উপর নির্ভরশীল। তবে গ্রামের একটি প্রধান সমস্যা ছিল গালিগালাজ। ঝগড়াঝাঁটি হলে অনেকে মা-বোনকে উদ্দেশ করে অশ্রাব্য ভাষা ব্যবহার করতেন। এতে তারা শুধু অন্যের পরিবারকে নয়, নিজেদের পরিবারকেও অসম্মান করতেন। এই সমস্যা দূর করতেই আমরা সবাই মিলে এমন সিদ্ধান্ত নিই।"
জানা যায়, গ্রামবাসীরা এই শপথ নেওয়ার পর থেকে গালিগালাজ করার প্রবণতা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই নিয়ম চালুর ফলে গ্রামের পরিবেশ শান্ত এবং সৌহার্দ্যপূর্ণ হয়ে উঠেছে।