ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

#

নিজস্ব সংবাদদাতা

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  4:40 PM

news image
ছবি: সংগৃহীত

মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে বাংলাদেশকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। দেশটির মানবাধিকার দূত এলেনর স্যান্ডার্সের ঢাকা সফরকে কেন্দ্র করে সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতি জারি করে এ ঘোষণা দেয়। স্যান্ডার্স অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও মানবাধিকার কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানানো হয়।  

বিবৃতিতে স্যান্ডার্স বলেন, “এই সফরের মাধ্যমে দায়বদ্ধতা, ন্যায়বিচার, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং শ্রমিক অধিকারের মতো অগ্রাধিকারমূলক ইস্যুতে যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতা জোরদার হবে।” তিনি, “যুক্তরাজ্য বাংলাদেশের টেকসই ও দীর্ঘমেয়াদী সংস্কারকে সমর্থন করে, যা মানবাধিকারের পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি মজবুত করবে।”  

স্যান্ডার্স বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করে বলেন, “বহুপাক্ষিক অংশীদারিত্ব সুসংহত করতে আমরা কাজ করব।” ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “এ সফর গভীর বন্ধুত্ব ও বাংলাদেশের জনগণের জন্য সমৃদ্ধ, গণতান্ত্রিক ভবিষ্যত গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন।”  

স্যান্ডার্সের তিন দিনের সফরের এজেন্ডায় অন্তর্ভুক্ত রয়েছে: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক সেমিনারে অংশগ্রহণ, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে যুক্তরাজ্য-অর্থায়নে পরিচালিত প্রকল্প পরিদর্শন। সেমিনারে গণমাধ্যমের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা ও মৌলিক অধিকার নিয়ে আলোচনা হবে। এছাড়া, তিনি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর) অফিসের জন্য নতুন তহবিল ঘোষণা করবেন, যা মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করবে।  

ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে আইনের শাসন, জবাবদিহিতা ও শান্তি-শৃঙ্খলা পুনরুদ্ধারে যুক্তরাজ্য সরকারের পদক্ষেপকে সমর্থন করে আসছে তারা।  

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী