ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫ ক্ষমতার লোভ ভয়ানক, মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন: হাবিবুল আউয়াল দক্ষিণ জেলা বিএনপি: ইউনিট কমিটির আবেদন শুরু ৭ জুলাই

উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে

#

নিজস্ব সংবাদদাতা

২৮ জুন, ২০২৫,  4:59 PM

news image
ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনের তিন এলাকায় আগামী আগস্টেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ব্যাটারিচালিত ই-রিকশা। প্রাথমিকভাবে উত্তরা, ধানমণ্ডি ও পল্টনে চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এই যানবাহন চালুর পরিকল্পনা রয়েছে। শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। 

তিনি বলেন, বর্তমানে চলমান রিকশাগুলো এখনই উঠিয়ে ফেলার পরিকল্পনা নেই। সেগুলোর পাশাপাশি নতুন ই-রিকশা চলবে এবং ধাপে ধাপে পুরোনো রিকশা কমিয়ে আনা হবে।

স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে অন্যান্য চালকদের প্রশিক্ষণ দেবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ঢাকার রিকশা সমস্যা দীর্ঘদিনের ও জটিল একটি বিষয়। সকলের বৃহৎ প্রচেষ্টার ফলাফল হচ্ছে আজকের এই অবস্থা।

তিনি জানান, লাইসেন্স প্রক্রিয়া পুরোপুরি অনলাইনভিত্তিক করা হবে, যাতে কেউ আর ঘুষ দিয়ে লাইসেন্স নিতে না পারে। লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় নামতে পারবে না। আমরা জোন নির্দিষ্ট করে দেবো এবং নির্দিষ্ট সংখ্যক চলাচল করতে পারবে।

মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষদের মধ্য থেকে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত ১০টি ভেন্যুতে প্রথম পর্যায়ে ২০০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জুলাই মাসে অবশিষ্ট ১০০ জনের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। পরে এসব মাস্টার ট্রেইনার মাঠপর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।

এছাড়া ইতোমধ্যে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ডিজাইন ও স্পেসিফিকেশন অনুমোদিত হয়েছে। এই মডেল সংক্রান্ত তথ্য ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের সব সিটি করপোরেশনে পাঠানো হয়েছে, যাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া যায়।

অনুষ্ঠান থেকে জানানো হয়, ই-রিকশা চলাচলের জন্য একটি নীতিমালা প্রস্তুত হয়েছে, যার নাম দেওয়া হয়েছে 'সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল প্রবিধান, ২০২৫'। এই নীতিমালায় ই-রিকশা কোন রাস্তায় চলবে, কীভাবে চলবে এবং কী কী নিষেধাজ্ঞা মানতে হবে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী