ঢাকা ২৭ জুলাই, ২০২৪
সংবাদ শিরোনাম
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের মা মারা গেছেন বেড়েছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভিপিএনের ব্যবহার, রয়েছে ঝুঁকি জামাত-বিএনপি‘র অগণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংশের প্রতিবাদে লন্ডনে প্রতিবাদ সভা ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে মন্জুর শাফি চৌধুরী এলিম এর সাথে লন্ডনে মতবিনিময় সভা মি রবিনসনকে টাওয়ার হামলেটসে অবাঞ্ছিত ঘোষণা : ২৭ জুলাইয়ের শোডাউন প্রতিহত করার আহ্বান মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের ধ্বংসলীলা দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী যৌন হয়রানির সঙ্গে জড়িত থাকার কারনে ৬৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল ইনস্টাগ্রাম আগামী রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানা গেছে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা আগামী ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে ইসরাইলের হামলায় গাজায়১২৯ ফিলিস্তিনি নিহত

কোরবানীর মর্ম উপলব্ধি ও ঈদের মোবারকবাদ-আল্লামা ইমাম হায়াত

#

০৯ জুলাই, ২০২২,  6:54 PM

news image

আস্সালামু আলাইকুম,

ঈমানদার ভাইবোন সবার প্রতি আসন্ন ঈদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ও দুনিয়ার সব ভাইবোনদের জন্য শান্তি, নিরাপত্তা ও সুপথ কামনা করছি।

দয়াময় আল্লাহতাআলা ও তাঁর পরম প্রিয়তম হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের প্রেম ও নৈকট্য সাধনায় আত্ম উৎসর্গের ঈমানী চেতনায় আমরা কোরবানীর ঈদ উদ্যাপন করতে যাচ্ছি। কোরবানীর মূল শিক্ষা আত্মা ও জীবনের সকল অধ্যায় এবং জগতের সকল ব্যবস্থা একমাত্র রেসালাত কেন্দ্রীক তাওহীদ ভিত্তিক হতে হবে। ঈমানের পবিত্র কলেমার বন্ধন ও অস্তিত্ব রক্ষার যে মূল শিক্ষার বাস্তব দিকদর্শন আমরা লাভ করি শাহাদাতে কারবালার আলোকদিশা থেকে।

কোরবানীর শিক্ষা জীবন বস্তুর উর্ধ্বে অর্থাৎ দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উদ্দেশ্যেই জীবন। কোরবানীর অর্থ সত্যের সাথে জীবন একাকার হয়ে যাওয়া অর্থাৎ যে জীবন অন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমে পূর্ণরূপে উৎসর্গীকৃত হতে পারেনি সে জীবন মিথ্যার অংশ ও মিথ্যার গ্রাসে পরাজিত জীবন। 

নিছক মৌখিক বা বাহ্যিক প্রদর্শনী নয়, জীবনের বাস্তব পর্যায়ে আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম যদি সব কিছুর ঊর্ধ্বে না থাকে কিম্বা কোন বাতিল দল মত ব্যবস্থার সাথে জড়িত থাকে তাহলে কোরবানী মোনাফেকী ও প্রতারণা মাত্র এবং ঈমানী অস্তিত্বই থাকে না। কোরবানী এই শিক্ষাই দেয় যে, যে কোন ত্যাগের বিনিময়ে হলেও ঈমানী অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সর্ব বাতিল থেকে মুক্ত থাকতে হবে তথা ইসলামের ছদ্মবেশী সালাফি-ওহাবি-শিয়া-খারেজি ইত্যাদি বাতিল ফেরকা, নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি মতবাদ, বিভিন্ন ধর্র্মের নামে অধর্ম উগ্রবাদ এবং এ সকল বাতিল জালিম অপশক্তির বিরুদ্ধে চির আপোষহীন সংগ্রামের ধারায় থাকতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোন ভাবে কোন প্রকার বাতিল মত পথের সহযোগী হলে কোরবানীর চেতনা তথা ঈমানী চেতনা নসাৎ হয়ে যায়।

আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দুনিয়াব্যাপী ইসলাম ও মুসলিম মিল্লাত ভয়ংকর সংকটে বিপন্ন। ফিলিস্তিন-আরাকান-ইরাক-সিরিয়া সহ আরও অনেক দেশে নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। শিশু মা বোন নির্বিচারে খুন করা হচ্ছে। বাড়ী ঘর ধ্বংস করে সবাইকে এ অবর্ণনীয় দুঃখের সাগরে নিক্ষেপ করা হচ্ছে।

পবিত্র হাদিস শরীফে বলা হয়েছে “সারা দুনিয়ার মুমিনগণ এক দেহের মত, দেহের একাংশে ব্যাথা যন্ত্রণা কষ্ট হলে সারা দেহই কষ্ট পায়”। দ্বীনের সংকটে, বাতিলের আগ্রাসনে, মিল্লাতের এ ভয়াবহ দুর্যোগ সংকটে কোন মুমিন সত্যিকার আনন্দ উদ্যাপন করতে যেমন পারে না তেমনি নির্বিকার দায়িত্বহীনও হতে পারে না। এ দুরবস্থার জন্য যেমন বাতিল ফেরকা, বস্তুবাদী মতবাদ, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও তাদের সৃষ্ট একক গোষ্ঠীবাদি অমানবিক রাষ্ট্রব্যবস্থা এবং বিশ্বব্যবস্থা দায়ী। তেমনি আমাদেরও নিজেদের অনৈক্য, নিজেদের দায়িত্বহীনতা এবং সর্বোপরি নিজেদের স্বাধীন পূর্ণাংগ পবিত্র পথে না চলা দায়ী। প্রাণপ্রিয় মহামহিম পবিত্র আহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ ও মহান জামিয়ে আওলিয়া কেরামের দেয়া নির্ভেজাল ও পূর্ণাংগ পথে চলাই মুক্তি। আধ্যাত্মিক রাজনৈতিক সবদিক থেকে ভাইবোন সবাইকে নিয়ে নিজেদের পূর্ণাংগ পথে ফিরে না এলে ধ্বংসাত্মক অবস্থা থেকে উদ্ধার ও মুক্তির পথে অভিযাত্রা অসম্ভব।

মর্মান্তিক এ দুরবস্থা বিপর্যয়ের মধ্যে নিজেদের ও সমগ্র মানবতার উদ্ধারের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচীতে একাত্ম হয়ে সব ভাইবোনের দুঃখ যন্ত্রনায় একাত্ম হয়ে তাঁদের সবার জন্য দোয়া ও মুক্তির পথ তৈরীর শপথে আমাদের অবশ্যই ঈদ উদযাপন করতে হবে।

ইসলামের ছদ্মবেশে বিভিন্ন বাতিল ফেরকার অনুপ্রবেশ আমাদের দ্বীন মিল্লাতের এ সংকট ও বিপর্যয়ের জন্য বিশেষ ভাবে দায়ী যারা আমাদেরকে ঈমান দ্বীনের প্রকৃত ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত থেকে বিচ্যুত করে আকিদা ও আদর্শ সব দিক থেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব বাতিল ফেরকার ধোকা বুঝতে না পারলে আমরা নিজেদের ঈমান ও দ্বীন রক্ষা করতে পারব না।

বিভিন্ন মসজিদেও এরা ঢুকে পড়েছে যাদের এক্তেদায় নামাজ হয় না এবং যাদের বক্তব্য পবিত্র কোরআনুল করীম ও হাদিস শরীফের অপব্যাখ্যা। এমতাবস্থায় আমরা সব সুন্নী ভাইবোনকে যেখানে সুন্নী ইমাম আছেন কেবল সে সব মসজিদ ও ময়দানে নামাজ আদায়ের অনুরোধ জানাচ্ছি।

এতদসংগে আমরা ভাই ও বোন সবাইকে ঈদের নামাজে শরিক হওয়ার এবং দ্বীন-মিল্লাত-মানবতার সার্বিক দায়িত্ব পালনের আহবান জানাচ্ছি যাহা মকবুল সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমের আদর্শ ও দ্বীনের প্রকৃত ধারার নির্দেশনা এবং দ্বীনের পূর্নাংগতার রূপরেখা।

পবিত্র হাদিস শরীফের সর্বজনমান্য কিতাব মুসলিম শরীফে ২৪৪ পৃষ্ঠা ১৯২৬ নং হাদিস শরীফে ঈদের নামাজে বোনদেরকে থাকার জন্য শুধু স্বাভাবিক অবস্থায় নয় যে কোন অবস্থায়ও শামিল হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উক্ত মহান হাদিস শরীফে নির্দেশ হিসেবে বলা হয়েছে, মহান মা সাহাবী হজরত উম্মে আতিয়া রাদিআল্লাহু আনহা বলেছেন, “প্রাণাধিক প্রিয়নবী আল্লাহতায়ালার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম আমাদের সকল মা বোনদের ঈদের জামাতে শরীক হতে আদেশ দিয়েছেন যেন যে কোন অবস্থায় যেন ঈদ জামাতে শরীক হয়, প্রাকৃতিক কারণে নামাজ পড়তে না পারলেও দোয়া মোনাজাত সালাতু সালামে শরীক হতে হবে।” (মেশকাত শরীফ, দুই ঈদের নামাজের অধ্যায়, হাদিস শরীফ নং ১৩৪৭)

আমরা দ্বীন-মিল্লাত-মানবতার সকল দায়িত্ব ও উদযাপনে এবং ঈদের আনন্দময় জামাতে ঈমানদার ভাইবোন সবাইকে শরিয়ত সম্মত সুস্থ স্বাভাবিক পোশাক পরিচ্ছদে অংশগ্রহন করে কোরআনুল করীম ও হাদীস শরীফের নির্দেশ পালনের এবং দ্বীনের পূর্নাঙ্গগতা বিকাশে মুক্তির অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ ও দাওয়াত জানাচ্ছি।

সবাইকে ঈদের মোবারকবাদ এবং বিপন্ন ভাইবোনদের সীমাহীন কষ্টে সমব্যাথী হয়ে উদ্ধার ও মুক্তির সাধনায় ঐক্যবদ্ধ অগ্রযাত্রায় শামিল হওয়ারও আকুল আবেদন জানাচ্ছি। পবিত্র কেবলাভুমির পুনরুদ্ধার এবং বাতিল জালিম অপশক্তির কবল থেকে মিল্লাত ও মানবতার উদ্ধার এবং মুক্তির মাধ্যমেই সকল ঈদের উৎস মহান ঈদে আজমের আলোকধারায় স্বার্থক ও পরিপূর্ণ ঈদ উদযাপন সম্ভব।

===========

ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রকৃত ধারার এ যুগের পূণরূজ্জীবনকারী 

- আল্লামা ইমাম হায়াত ( Allama Imam Hayat)

প্রতিষ্ঠাতাঃ ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ( World sunni movement )

প্রবর্তকঃ ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন ( World humanity revolution )

#এনএল/২৪

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল