সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব সংবাদদাতা
১২ নভেম্বর, ২০২৫, 1:33 AM
নিজস্ব সংবাদদাতা
১২ নভেম্বর, ২০২৫, 1:33 AM
সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
মোরশেদ আলম, চট্টগ্রাম : চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
সোমবার (১০ নভেম্বর) বাদ আসর কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীস্থ উম্মত আলী মুন্সির জামে মসজিদ সংলগ্ন তাঁর কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ইসমাঈল বিন মনির, সাধারণ সম্পাদক তারেক রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মিশু, সাংগঠনিক সম্পাদক এস. এম. তৈয়ব, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারেকুল ইসলাম, শফিউল আলম চৌধুরী, রমজান আলী সাগর, লতিফুর রহমান চৌধুরী, মোহাম্মদ সুমন, বাবর, মোহাম্মদ তারেক, মোহাম্মদ রিফাত, আলী ওয়াক্কাস, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আবিরসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর অবদানকে স্মরণ করে ছাত্রদল নেতারা বলেন, “তিনি ছিলেন দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে এক অনন্য প্রেরণার উৎস।