কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব
নিজস্ব সংবাদদাতা
২৪ অক্টোবর, ২০২৫, 6:20 PM
নিজস্ব সংবাদদাতা
২৪ অক্টোবর, ২০২৫, 6:20 PM
কোনো জোটে যাচ্ছেন না ইনসানিয়াত বিপ্লব
মোরশেদ আলম, চট্টগ্রাম: “কোনো জোটের অধীনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বিশ্ব ইনসানিয়াত বিপ্লব”—এ মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, “যদি পক্ষপাতমূলক প্রহসনের নির্বাচন না হয়, তবে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।”
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। সভায় নির্বাচনী প্রস্তুতি ও চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়।
আল্লামা ইমাম হায়াত বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করছে। যারা মানবতার কথা বলে, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার—তাদের আলোচনায় না ডেকে কেবল নিজেদের মতাদর্শের অনুসারীদের সঙ্গে একপক্ষীয়, স্বৈরাচারী, তালেবানী ও পাকিস্তানি ধাঁচের রাষ্ট্রব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে।”
তিনি অভিযোগ করেন, “ক্ষমতাসীন ইন্টারিম সরকার নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে কেবল জঙ্গীবাদে সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে তাদের অবাঞ্ছিত গুরুত্ব দিচ্ছে—যা দেশের জন্য চরম হুমকি।”
দেশ-বিদেশের সব নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে তিনি “ডিজিটাল মোবাইল থাম্ব ভোটের মাধ্যমে নির্বাচন আয়োজনের” দাবি জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার, আল্লামা আরেফ সারতাজ, আবু আবরার চিসতি, হাফেজ ইলিয়াস শাহ, শেখ নঈম উদ্দিন, এমদাদুল হক, আল্লামা রেজাউল কাওছারসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।