ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

সাইফিনার বিচ্ছেদের গুঞ্জন থামল নতুন ভিডিওতে

#

বিনোদন ডেস্ক

০৪ জুন, ২০২৪,  12:38 PM

news image
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে ধরা হয় সাইফ আলি খান ও কারিনা কাপুর খানকে। তাদের ভক্তরা ভালোবেসে ডাকেন ‘সাইফিনা’। দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে তাদের সুখী সংসার। কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছিল সাইফ ও কারিনা নাকি আলাদা হতে চলেছেন। তাদের দাম্পত্যের বিচ্ছেদ হতে যাচ্ছে।

এ জল্পনার কারণ ছিল সাইফের হাতের ট্যাটু। আচমকাই অভিনেতার হাত থেকে উধাও হয়ে গিয়েছিল কারিনার নাম লেখা ট্যাটুটি। আর সেখানেই শুরু হয়েছিল এ জল্পনার।

কিন্তু সেই পুরোনো ট্যাটু আবার দেখা গেছে সাইফের হাতে। সেটা দেখেই খুশির হাওয়া ‌সাইফিনাভক্তদের মধ্যে। অনেকেই অনুমান করেছিলেন যে, সাইফ কাজের জন্যই হয়তো ট্যাটুটি ঢেকেছেন। আর এ ঘটনার পর মনে করা হচ্ছে তাদের সেই অনুমানই সঠিক।

রবিবার অভিনেতাকে তার বাড়ির বিল্ডিংয়ের সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায়। তখনই তার হাতে হিন্দিতে স্ত্রী কারিনার নাম লেখা ট্যাটুটি আবার দেখা যায়। আর এ ট্যাটুকে নিয়েই যেহেতু জল্পনাকল্পনা তাই দ্রুত পাপারাজ্জিদের নজর কাড়ে সেটি। সেই ট্যাটুর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তারা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা হার্ট ইমোজিসহ নানা মন্তব্যে ভরিয়ে তোলেন কমেন্ট বক্স।

২০১২ সালে বিয়ে করেন কারিনা কাপুর ও সাইফ আলি খান। এটা সাইফের দ্বিতীয় বিয়ে। এর আগে প্রায় ১২ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন অভিনেতা।

২০০৪ সালে বিচ্ছেদ হয় তাদের। সাইফ ও অমৃতার দুই সন্তান রয়েছে। একজন সারা আলি খান, অন্যজন ইব্রাহিম আলি খান। সারাও বর্তমানে সিনেমায় যুক্ত।

এদিকে কারিনার সংসারে সাইফের রয়েছে দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান। ২০১৬ সালে জন্ম হয় তৈমুরের, ২০২১ সালে জন্মায় জাহাঙ্গীর।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী