সংবাদ শিরোনাম

NL24 News
২৩ ফেব্রুয়ারি, ২০২৩, 4:38 PM

লন্ডনের রাস্তায় ফুলের তোড়া হাতে শাহরুখকন্যা
বলিউডে পা রাখছেন সুহানা খান। জোয়া আখতারের ছবি দিয়ে বলিউড প্রবেশের আগে থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন শাহরুখ কন্যা। ছোট থেকেই লাইমলাইটে সুহানা খান। মেকাপ ছাড়া ভাইরাল হলো সুহানার মিষ্টি ছবি। ফুলের তোড়া হাতে ছবিতে পোজ দিতে দেখা যায় তারকা সন্তানকে। সুহানার ফ্যান পেজের সংখ্যা অসংখ্য, সেখানেই ভাইরাল হয় তার পোস্ট।
ছবিতে একদম মেকআপহীন অবস্থায় সুহানা পরনে হালকা গোলাপি উলের টপ, সঙ্গে বেইজ রঙের লম্বা জ্যাকেট। চুল টেনে বাঁধা, টিউলিপ আর গোলাপের তোরা হাতে মাটির দিকে তাকানো। ছবির সবেচেয়ে সুন্দর অংশ হল সুহানার মায়াবী হাসি। হিন্দুস্তান টাইমস
সম্পর্কিত