ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

রুখো যারা, সবুর করো’ খ্যাত ভাইরাল ইউটিউবার বিকাশ গ্রেফতার

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  1:42 PM

news image
বিকাশ ফাটক

অনলাইন ডেস্ক : পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে বিখ্যাত হয়েছিলেন ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’। তার আসল নাম বিকাশ ফাটক। সম্প্রতি মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। এখন তিনি দেশটির তথাকথিত ‘সোশ্যাল ইনফ্লুয়েন্সার’। 

ভাইরাল ডায়লগ ‘রুখো যারা, সবুর করো’। একটি ডায়লগ দিয়েই পরিচিতি পেয়েছেন ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’।

সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির পাশে বিক্ষোভের জন্য কী ব্যবস্থা নেওয়া হবে তা আগেই জানিয়েছিল পুলিশ। জানা গেছে, দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বাতিলের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনের ইন্ধন দিয়েছিলেন হিন্দুস্তানি ভাউ, এমনই অভিযোগ পুলিশ।

হিন্দুস্তানি ভাউ ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছিলেন, যাতে তাকে ছাত্রদের উসকানি দিতে দেখা যায়। পুলিশ তার বিরুদ্ধে একটি এফআইআর করেছে। পুলিশ জানতে পেরেছে যে হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফাটক শিক্ষার্থীদের ধারাভি এলাকায় বিক্ষোভের জন্য জড়ো হওয়ার আবেদন করেছিলেন। 

পুলিশ জানিয়েছে, এই ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে, তিনি শিক্ষার্থীদের আন্দোলনের জন্য একত্রিত হওয়ার আবেদন করেছিলেন। 

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার প্রণয় অশোক বলেছেন, ছাত্রদের উসকানি দেওয়ার জন্য দায়ী যে কেউ আইন অনুযায়ী শাস্তি পাবে।

সোমবার স্কুল শিক্ষামন্ত্রীর বাসভবনের বাইরে শতাধিক ছাত্রছাত্রীর বিক্ষোভে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। করোনা মহামারির মধ্যে পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছিল সকল শিক্ষার্থী। ধারাভির অশোক মিল নাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

পুলিশ জানিয়েছে, লাঠি-চার্জে কোনো ছাত্র আহত হয়নি, কিছু ছাত্রকে ধরে থানায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। 

অফলাইন পরীক্ষা পরিচালনার রাজ্যসরকারের সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেছেন, সতর্কতার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনার সময়, সামাজিক দূরত্ব, স্যানিটাইজেশন, মাস্ক পরা ডাবল ডোজ দেওয়া হোক বা না হোক তাও নিশ্চিত করা হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী