ঢাকা ২১ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে মামলা, নেপথ্যে কী? ঠান্ডা আবহাওয়ার জন্য ভাতা দেবে যুক্তরাজ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আমেরিকায় গ্রেপ্তার ফ্যাসিবাদী বয়ান দেওয়া গণমাধ্যম চিহ্নিত করা হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আরও ৫ দিনের রিমান্ডে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস অভিবাসন নিয়ন্ত্রণে কোন পথে হাঁটছে যুক্তরাজ্য হাসিনা ও তার সহযোগীদের বিচারের জন্য আইসিটিবিডি কেন একটি ভুল ফোরাম

যে কারণে মাঝপথে বন্ধ করা হয় শিল্পকলার নাটক

#

বিনোদন ডেস্ক

০৩ নভেম্বর, ২০২৪,  12:31 PM

news image
ছবি: সংগৃহীত

ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টাকে নিয়ে কটূক্তির ঘটনায় গতকাল বিক্ষোভকারীরা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বিক্ষোভ শুরু করে। এ কারণে সেই সময়ে মঞ্চস্থ হওয়া নাটক বন্ধ করে দিয়েছে একাডেমি।

শনিবার সন্ধ্যা ৭টা থেকে মাসুম রেজার নির্দেশনায় দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ চলাকালে মাঝপথেই তা বন্ধ করে দিতে বাধ্য হন নতুন মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।

একাডেমির গেটে বিক্ষোভকারীরা নাটক বন্ধের জন্য ব্যানার ঝুলিয়ে দেয়। এরপর তারা দেশ নাটকের সচিব এহসানুল এজাজ বাবুকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং নাটকটি বন্ধ করে দিতে বলে।

বিক্ষোভকারীদের দাবি, এহসানুল এজাজ ফেসবুকে বর্তমান সরকার নিয়ে ‘কটাক্ষ’ করেছেন।

এ প্রসঙ্গে শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, শিল্পকলার প্রধান সৈয়দ জামিল সেখানে গিয়ে মধ্যস্থতার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর নাটকটি বন্ধ করে দিতে হয়েছে। 

এদিকে দেশ নাটকের নির্দেশক মাসুম রেজা গণমাধ্যমকে বলেন, ‘আমাদের নাট্যদলের সচিব ফেসবুকে বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা করেছেন। এ কারণে তাকে তাদের হাতে তুলে দিতে হবে নতুবা নাটক বন্ধ করার কথা বলা হয়। শেষ অবধি এটি বন্ধ করার ঘোষণা দেন ডিজি।’

ঘটনার বিবরণ জা‌নিয়ে তিনি বলেন, ‘‘নাটকের শোয়ের আগ দিয়ে আমরা যখন টিকিট সেল করছি, তখন ওইখানে প্রায় ২০-২২ জন এসে একটা ব্যানার টাঙায়। ব্যানারে লেখা ছিল, ‘দেশ নাটকের বাবুকে আমাদের হাতে তুলে দিন।’ এটা আমি শিল্পকলার ডিজি জামিল ভাইকে জানালে উনি দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। উনি এসে তাদের সাথে কথা বললেন, ওদেরকে শান্ত করলেন এবং আমাকে এসে বললেন যে, আপনারা নাটক করেন, ভালো একটা শো করেন। এরপর আবারও কিছুক্ষণ পর তারা আসে এবং ওই একই দাবি জানাতে থাকে যে, ‘আমরা এই নাটক হতে দেব না যদি উনি (বাবু) এখানে থাকেন’। জামিল ভাই প্রচুর চেষ্টা করেছেন। উনার সাথে শিল্পকলা একাডেমির আরও যারা আছেন, তারা সবাই মিলে চেষ্টা করেন। তারপরে আমরা শোটা বন্ধ করে চলে এসেছি।”

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল