মেট্রোরেলের শুভ উদ্বোধন, হলি আর্টিজানে নিহতদের প্রতি আমাদের দায় ও কৃতজ্ঞতা
২৯ ডিসেম্বর, ২০২২, 7:49 PM

NL24 News
২৯ ডিসেম্বর, ২০২২, 7:49 PM

মেট্রোরেলের শুভ উদ্বোধন, হলি আর্টিজানে নিহতদের প্রতি আমাদের দায় ও কৃতজ্ঞতা
নজরুল ইসলাম :: একটি দল এবং দলের নেতৃত্বে সরকারের উন্নয়ন প্রকল্প,দলীয় রাজনীতির উর্ধ্বে উঠে এটাকে পজিটিভ ভাবে দেখা উচিত এবং আনন্দ মেতে ওঠা উচিত। মেট্রোরেল এর ঐতিহাসিক উদ্বোধন নি:সন্দেহে বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পগাঁথা। প্রধানমন্ত্রী ও তার সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করে তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী, রাম শ্যাম যদু মধুর নামে তো অনেক নামকরণ হয়েছে। মেট্রোরেলের কয়েকটি স্টেশনের নাম যে সব জাপানিরা মেট্রোরেলের নকশা পরিকল্পনায় বাংলাদেশে এসে প্রাণ হারিয়েছেন নামকরণ পরিকল্পনায় তাদের নাম কি অন্তর্ভুক্ত করা যেত না?
মাননীয় প্রধানমন্ত্রী, কার্য সম্পূর্ণ করতে গিয়ে দায়িত্বরত কর্তা ব্যক্তিদের পেশাদারিত্বের অভাব আকাশচুম্বি। কৃতজ্ঞতাবোধ হল সর্বশ্রেষ্ঠ নীতি। দুঃখজনক হলেও এই বিষয়টি আজ সমাজ রাষ্ট্র থেকে উধাও। দেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার পরশ যোগ করে দিচ্ছে মেট্রোরেল। ইতিমধ্যে শুভ উদ্বোধন হয়েছে। আনন্দঘন এই মুহূর্তে একটি বিভীষিকাময় স্মৃতি আমার স্মৃতিপটে ঘুরপাক খাচ্ছে যা আমাকে পীড়া দিচ্ছে।
নিশ্চয়ই আপনাদের মনে আছে? মনে হচ্ছে ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া বিভীষিকাময় সেই হত্যাযজ্ঞের স্মৃতি আমরা অনেকেই ভুলে গিয়েছি। রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলায় নিহতদের নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
একটি রাষ্ট্র বা একটি শহরের যোগাযোগ ব্যবস্থায় আধুনিকতার পরশ নিয়ে আসার জন্য যারা বহি:বিশ্ব থেকে আমাদের দেশে আসলেন আমরা তাদের নির্মম ভাবে হত্যা করে ফেললাম। কি ছিল তাদের অপরাধ? প্রশ্ন থেকেই যায়!
মানুষ মহান হয় তার কর্মে, মহানুবতায়, একি ভাবে একটি রাষ্ট্র হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টি উপলব্ধিতে আমরা বড়ই অজ্ঞ। জঙ্গি হামলার ৬ বছর পূর্তিতে মেট্রোরেলের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আকর্ষিক ভাবে যারা প্রাণ হারালেন তাদের ত্যাগ সরকার ও আমাদের দায়িত্বহীনতা যথাযত কর্তৃপক্ষের কৃতজ্ঞতাবোধের অভাব আমাকে ভাবিয়ে তুলেছে।
আমি যে দেশে বসবাস করি যুক্তরাজ্য, সে দেশে কথাই বলছি। এ দেশের মানুষ সরকার ও রাষ্ট্র পরিচালনা দায়িত্বে নিয়োজিত ব্যক্তি বিশেষ রাষ্ট্র পরিচালনায় পেশাদারিত্বের বিষয়টি মাথায় রাখেন। দেশের সামগ্রিক উন্নয়নে ব্যক্তি বিশেষের ভূমিকাকে অত্যন্ত সম্মানের সহিত দেখা হয়। ভালো কাজে পুরস্কৃত করে মানুষকে উৎসাহিত করা হয়। নামকরণ করা হয়েছে বাংলা টাউন, আলতাফা আলী পার্ক, কবি নজরুল সেন্টার, ওসমানী সেন্টার, রহমান রোড, মহাত্মা গান্ধী হাউস। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী সহ বিশ্ববরেণ্য ব্যক্তিদের ভাস্কর্য যথাযথ স্থানে ডিসপ্লে করে তাদের প্রতি সম্মান জানানো হয়েছে। ব্যক্তি উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়াও বিশ্ববরেণ্য ব্যক্তি বিশেষকে বিভিন্ন ভাবে সম্মানিত করা হয়েছে। এদেশের সরকার এবং মানুষ অত্যন্ত মানবিক thoughtful. মানুষের কাজের স্বীকৃতি কৃতজ্ঞতা বোধ অনেকটা cash in hand. ব্যতিক্রম শুধু বাংলাদেশে।
রাম শ্যাম যদু মধুর নামে অনেক নামকরণ হয়েছে। একটি দেশের যোগাযোগ ব্যবস্থাপনাকে (মেট্রোরেলকে) আধুনিকায়ন করার জন্য জাপান থেকে যারা বাংলাদেশে গিয়েছিলেন তারা জীবন দিলেন। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা একটি স্টেশনের নামকরণ করতে পারিনি। সেই এই ধরনের চিন্তা-চেতনাও আমাদের মধ্যে তৈরি হয়নি। যারা জীবন আত্মহতি দিলেন তাদের নামে অন্তত কয়েকটি স্টেশনের নামকরণ করতে পারলে সেটা হতো কৃতজ্ঞতাবোধের অংশ।
বহি:বিশ্বে আমাদের সম্মান অনেকটা বেড়ে যেত। সরকার এবং সরকারের যথাযথ মন্ত্রণালয় দায়িত্বরত ব্যক্তি বিশেষ প্রশংসিত হতেন।
উল্লেখ্য যে, ৬ বছর আগের এ ঘটনায় ৭ জাপানি নাগরিকের মৃত্যু হয়। তারা সবাই জাইকার ঢাকা মেট্রো লাইন-১ প্রকল্পে কাজ করতেন। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা হয়। অস্ত্রের মুখে জিম্মি করে ২০ জন দেশি-বিদেশি নাগরিককে হত্যা করা হয়। নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।
দুঃখজনক হলেও সত্য যে, যথাযথ চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়ে পেশাদারিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে আমরা প্রায়ই অক্ষম।
লেখক: জার্নালিস্ট,
মেম্বার- ন্যাশনাল অটিস্টিক সোসাইটি, ইউনাইটেড কিংডম, ওয়ার্কিং ফর ন্যাশনাল হেল্প সার্ভিস, ইউনাইটেড কিংডম।