ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

মুক্তির ৭ দিনে আয়ে রেকর্ড গড়লো ‘বরবাদ’

#

বিনোদন ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৫,  1:23 PM

news image
ছবি: সংগৃহীত

মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘বরবাদ’ মুক্তির মাত্র সাত দিনেই বাংলাদেশের বক্স অফিসে রেকর্ড পরিমাণ আয় করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন মঙ্গলবার (৮ এপ্রিল) এক ফেসবুক পোস্টে জানায়, ছবিটি ইতোমধ্যে দেশজুড়ে ২৭ কোটি ৪৩ লাখ টাকা টিকেট বিক্রি করেছে। এর আগে শাকিব খানের ‘প্রিয়তমা’ এক মাসে ২৭ কোটি টাকা আয় করেছিল; ‘বরবাদ’ সেই রেকর্ড ভেঙে দিয়েছে মাত্র এক সপ্তাহে।  

মুক্তির নবম দিনেও দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে চলছে ছবিটির ৬৫টির বেশি শো। প্রযোজনা প্রতিষ্ঠান তাদের পোস্টে দর্শকদের ধন্যবাদ জানিয়ে লেখে, “সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। বাংলা সিনেমার স্বার্থে সবসময় এর পাশে থাকুন।” চলচ্চিত্রটি এখনো দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে সফলভাবে চলছে। হল মালিকদের মতে, আগামী ঈদুল আজহা পর্যন্ত ব্যবসা টিকিয়ে রাখতে পারে ‘বরবাদ’।  

আন্তর্জাতিক অঙ্গনেও শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। প্রযোজনা সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপে এপ্রিলের মধ্যেই মুক্তি দেওয়া হবে ‘বরবাদ’। এদিকে, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদের ছয়টি চলচ্চিত্রের মধ্যে ‘বরবাদ’ই সবচেয়ে এগিয়ে। হলিউডের প্রতিযোগী ছবিগুলোকেও পিছনে ফেলে প্রতিদিন হাউজফুল শো হচ্ছে এটি।  

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করেছেন ইধিকা পাল। পার্শ্বচরিত্রে রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিমের মতো অভিনয়শিল্পীরা। এছাড়া, আইটেম গানে বিশেষ উপস্থিতি করেছেন ভারতীয় নায়িকা নুসরাত জাহান। 

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী