ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

মিয়ানমার সেনাবাহিনীর ওপর যুক্তরাজ্য, ইইউ ও কানাডার নতুন নিষেধাজ্ঞা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৪,  12:00 PM

news image
ছবি: সংগৃহীত

মিয়ানমারের জান্তার ‘সামরিক উপকরণ, সরঞ্জাম এবং তহবিল’ সংগ্রহর ওপর মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডা। বেসামরিক নাগরিকদের ওপর মিয়ানমার সামরিক বাহিনী হামলা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

‘বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা চালানোর সক্ষমতা’ সীমিত করার লক্ষ্যে মিয়ানমারের সামরিক বাহিনীকে বিমানের জ্বালানি ও সরঞ্জাম সরবরাহকারী সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ব্রিটেন জানিয়েছে।

ব্রিটেন জানায়, আগস্ট মাসে মিয়ানমার সেনাবাহিনী রেকর্ড করা সর্বোচ্চ সংখ্যক বিমান হামলা চালিয়েছে, যাতে কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়েছে এবং যা ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘনের’ সমতুল্য।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু কির সরকারকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত করার পর পশ্চিমা দেশগুলোর সর্বসাম্প্রতিক নিষেধাজ্ঞা সামরিক জান্তাকে বিমানের জ্বালানি সরবরাহ বা নিষিদ্ধ পণ্য সরবরাহের সাথে জড়িত ছয়টি সংস্থাকে লক্ষ্যবস্তু করেছে।

নতুন নিষেধাজ্ঞা ২০২৩ সালে সামরিক ও অস্ত্র ব্যবসায়ীদের বিমান জ্বালানি সরবরাহকারীদের বিরুদ্ধে আগের কয়েক দফা নিষেধাজ্ঞা জোরদার করেছে।

জুনিয়র ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন, 'বেসামরিক অবকাঠামোতে বিমান হামলাসহ মিয়ানমারজুড়ে মিয়ানমার সেনাবাহিনী যে মানবাধিকার লঙ্ঘন করছে তা অগ্রহণযোগ্য এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর এর প্রভাব অসহনীয়।'

লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানায়, ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের নাগরিক সমাজ ও স্থানিয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সহায়তার জন্য ব্রিটেন ১৯৫ কোটি ডলারের বেশি দিয়েছে।

এতে বলা হয়, লড়াইয়ের কারণে ৩৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে; এক কোটি ৮০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন এবং মিয়ানমার এখন 'গুরুতর ও সংগঠিত অপরাধের বিস্তারের শিকার হচ্ছে।'

জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী এবং জান্তার অভ্যুত্থান নস্যাৎ করার জন্য লড়াইরত পিপলস ডিফেন্স ফোর্সেস বছরব্যাপী বিশাল অভিযানের সহায়তা হিসেবে সর্বসাম্প্রতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

বিশ্লেষক ও এএফপির হিসাব অনুযায়ী, তারা প্রায় ৫০ হাজার বর্গকিলোমিটার এলাকা থেকে জান্তাকে হটিয়ে দিয়েছে, যা বসনিয়ার আয়তনের সমান। এই অগ্রগতির ফলে বিদ্রোহীরা প্রাক্তন রাজকীয় রাজধানী মান্দালয়ের কাছে পৌঁছে গেছে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী