সংবাদ শিরোনাম
মা হলেন তিশা
০৫ জানুয়ারি, ২০২২, 10:34 PM

NL24 News
০৫ জানুয়ারি, ২০২২, 10:34 PM

মা হলেন তিশা
প্রথমবারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আজ বুধবার রাত ৮টা ২৭ মিনিটে তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
তিশার অফিসিয়াল ফেসবুক পেজে খবরটি জানানো হয়। নবজাতক কোলে তিশার তোলা একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘সে নিরাপদে ঈশ্বরের বাগান থেকে মা-বাবার বাসা আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ্। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।’
এরই মধ্যে মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তিশা-ফারুকী দম্পতি। তারা প্রথম সন্তানের নাম রেখেছেন ইলহাম নুসরাত ফারুকী।
সম্পর্কিত