ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
৩২ নম্বরে হাড়গোড়, আলামত সংগ্রহ করেছে সিআইডি স্টেশনে বাংলা নাম দেখে চটলেন ব্রিটিশ এমপি, সমর্থন দিলেন মাস্ক পাকিস্তানি নৌ মহড়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত রাজকুমার হ্যারিকে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন ট্রাম্প ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের আলী আকবর মিন্টু পুলিশের জালে বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য সমালোচনা করলে অনেক উপদেষ্টা খেপে যান: রিজভী

মার্কিন উপস্থাপিকাকে আলকাতরা ছুঁড়ে মারলেন বিক্ষোভকারীরা!

#

বিনোদন ডেস্ক

৩১ জুলাই, ২০২৪,  3:43 PM

news image
ছবি: সংগৃহীত

ভুল তথ‌্য প্রকাশ করায় জনপ্রিয় মার্কিন উপস্থাপিকার গায়ে আলকাতরা ছুঁড়ে মারলেন  বিক্ষোভকারীরা। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয় খবরটি।

বিক্ষোভকারীদের অভিযোগ, জেনিফারের দ্য মর্নিং শো মহামারী, ইউক্রেন যুদ্ধ, এমনকি (জেসিক্স) দাঙ্গা সম্পর্কে মিথ্যা কথা বলেছে, ভুল তথ্য্র দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ঘটে এই অদ্ভুত ঘটনাটি। সেখানে শুটিং করতে গিয়েছিলেন জেনিফার। এ সময় তাকে  ঘিরে ধরে বিক্ষোভকারীরা।

এ কারণে উপস্থিত বিক্ষুব্ধ জনগণ শুটিংয়ের সময় জেনিফারের গায়ে আলকাতরার মতো আঠালো পদার্থ ছুঁড়ে মারেন। এর ফলে তার পরিহিত সাদা শার্ট ও অফ হোয়াইট ট্রাউজার নষ্ট হয়ে যায়। মুহুর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠেন জেনিফার।

প্রথম দিকে সবাই ঘটনাটিকে বাস্তব বলে ধারণা করতে থাকেন। পরে মূল বিষয়টি খোলাসা হতে শুরু করে। আসলে এটি একটি শুটিংয়ের দৃশ্য। জেনিফার এমন এক দৃশ্যের শুট করছিলেন, যেখানে তার চরিত্রের নাম ছিল অ্যালেক্স লেভি।

তবে মজার ব্যাপার হলো, জেনিফারের আসন্ন সিরিজ ‘দ্য মর্নিং শো’-এর এই দৃশ্যটি অনলাইনে ভাইরাল হওয়ার পরে প্রথমে এটি সত্য ঘটনা ভেবে নেয় ভক্তরা। তখন অনেককেই এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানাতে দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী