
NL24 News
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, 5:29 PM

মদ্যপান করিয়ে হিলটনকে ধর্ষণ!
সামনে এলো প্যারিস হিলটন এর জীবনে ঘটে যাওয়া ভয়ংকর এক অভিজ্ঞতার কথা। ব্যক্তিজীবন নিয়ে বরাবরই খোলাখুলি কথা বলেন যুক্তরাষ্ট্রের তারকা উপস্থাপক প্যারিস হিলটন। এজন্য স্পষ্টবাদি হিসেবেও তার ব্যপক সুনাম রয়েছে। গ্ল্যামার ইউকে
একবার ধর্ষণের শিকার হয়েছিলেন হিলটন। সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘একটি শপিংমলে ঘুরতে গিয়ে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হই। তিনি আমাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। সেখানে যাওয়ার পর দেখি, মদ্যপান চলছে। আমাকেও জোর করে খাইয়ে দেওয়া হয়। পরে বুঝেছিলাম, সেটাতে নেশা জাতীয় কিছু মেশানো ছিল।’
তিনি আরো বলেন, ‘কয়েক ঘণ্টা পর আমি জেগে উঠে বুঝতে পারি, আমাকে ধর্ষণ করা হয়েছে। তখন আমার বয়স ২০ বছর। এই হেনস্তার কারণে আমাকে গর্ভপাতও করাতে হয়েছিল। অই সময় যে ট্রমায় ছিলাম, সেই ভয়ে আর নিজের গর্ভে সন্তান ধারণের সাহস পাইনি। তাই সারোগেসি পদ্ধতিতেই মা হয়েছি।