ঢাকা ১০ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্যে ৭০ পাউন্ডে বিক্রি হচ্ছে ডেলিভারি অ্যাকাউন্ট, ঝুঁকিতে নিরাপত্তা সিরিয়ান আশ্রয়প্রার্থীদের আবেদন স্থগিত করলো যুক্তরাজ্য কুয়েতের ব্যাংক থেকে ঋণ নিয়ে উধাও দেড় হাজার ভারতীয় মংডুর দখল নিলো আরকান আর্মি, নাফ নদীতে সতর্কতা জারি গোলানের পর এবার হারমন নিয়ন্ত্রণে নিল ইসরায়েল সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আসাদের পতনের পর সিরিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা আবারও রিমান্ডে পলক লন্ডনে শেখ হাসিনার সমাবেশে প্রকাশ্যে সাবেক মন্ত্রী-সাংসদরা উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্ল্যাকমেইলের শিকার ফারিণ!

#

০৮ জুন, ২০২৪,  1:35 PM

news image
ছবি: সংগৃহীত

বিয়ের পর খুব সুন্দরভাবেই চলছিল রাইসার সংসার ও চাকরিজীবন। তবে সংসারে তার দুই জা মাঝে মধ্যেই তাকে নিয়ে নানা রকম খারাপ মন্তব্য করেন ও খোঁচা দিয়ে কথা বলেন! কিন্তু সেসব একদমই পাত্তা দেন না রাইসা। স্বামী রাকিবের কাছেও রাইসা স্ত্রী হিসেবে অনেক প্রিয়।

কিন্তু বিপত্তি ঘটে রাইসার প্রাক্তন প্রেমিককে ঘিরে। একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও ছেড়ে দেয় সে। আর তার কারণে নিমিষেই বদলে যায় রাইসার চারপাশ। স্বামী-সংসার, বাবা-মা সবাইকে তার হারাতে হয়। সবাই তাকে ভুল বুঝে। রাইসা কোনোভাবেই বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও, তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘মুক্তি’। এতে রাইসা চরিত্রে অভিনয় করেছন তাসনিয়া ফারিণ। নাটকটি নিয়ে দারুণ আশাবাদী এই অভিনেত্রী।

তার কথায়, ‘এবার ঈদে আমার খুব বেশি নাটক নেই। যে ক’টি কাজ করেছি তার মধ্যে এটি একটি। গল্পে দর্শক দারুণ একটি বার্তা পাবে। আত্মহত্যার পথ বেছে না নিয়ে কীভাবে একটা মেয়ে সত্যের উন্মেচন করে আমার চরিত্রের মধ্য দিয়ে নির্মাতা সেটি তুলে ধরেছেন।’

‘মুক্তি’ নাটকে তাসনিয়া ফারিণের বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। এর গল্প ও পরিচালনায় মাহমুদ মাহিন। আসছে ঈদে নাটকটি প্রচার হবে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

logo

সম্পাদক : হেফাজুল করিম রকিব

নির্বাহী সম্পাদক : শাহ এম রহমান বেলাল