ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

ব্রিটনির বিয়ের গাউন তৈরিতে লেগেছে ৭০০ ঘণ্টারও বেশি সময়

#

১১ জুন, ২০২২,  4:37 PM

news image

মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সকে অভিজাত পোশাকে লস অ্যাঞ্জেলসের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে দেখা যায়। সিএনএন’র প্রতিবেদনের বলা হয়, গত বৃহস্পতিবার ব্রিটনির সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত প্রশিক্ষক ও মডেল স্যাম আসগারি। জানা যায়, ওইদিন গোপনে স্যাম আসগারিকে বিয়ে করেন ব্রিটনি।  

গাউনটি ১০ ফুট লম্বা, স্লিভলেস সাদা এবং পায়ের দিকে ভি আকৃতির তৈরি করা হয়েছে। ভার্সেসের এক প্রতিনিধি সিএনএন’কে বলেন, মুক্ত দিয়ে সটিন কাপড়ের তৈরি এই পোশাকটি তৈরি করতে ফ্যাশন হাউজের দর্জিদের ৭০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।

ব্রিটনি স্পিয়ার্স ৬২ ক্যারেটের মুক্ত তার নেকলেস, টেনিস ব্রেসলেস ও কানের দুল তৈরিতে ব্যবহার করেন। ক্যালিফোর্নিয়ার থাউজ্যান্ড ওকসের নিজ বাসায় এই পপ প্রিন্সেস তার নাটকীয় পোশাকটি তৈরি করেছিলেন।  বেশ কয়েক মাস কে পোশাক তৈরি করবে এই জল্পনার পর ব্রিটনি এক ইনস্ট্রাগ্রাম পোস্টে লেখেন, ভার্সেস আমাদের সঙ্গে কথা বলার পরপরই পোশাকটি তৈরি করেছিল। যদিও ব্রিটনি পরে পোস্টটি তার দেয়াল থেকে মুছে ফেলেন।

ব্র্যান্ড চিফ ক্রিয়েটিভ অফিসার ডোনেটেলা ভার্সেস গত শুক্রবারে তাদের যুক্ত থাকার কথা সোশ্যাল মিডিয়ায় জানান। পোশাকটি লেবেল করেছে আসগারির টুক্সডো একথাও বলেন।

তিনি আরও বলেন, ব্রিটনি ও স্যামের বিয়ের পোশাক ডিজাইন করাটা আমার জন্য খুবই স্বাভাবিক ছিল। ভীষণ ভালোবেসে আমরা পুরো পোশাকটি ডিজাইন করেছি। তাদের দুজনকে অসাধারণ লাগছিল ওই পোশাকে।

বিয়ের দিন লেডি গাগা, ম্যাডোনা, সেলিনা গোমেজসহ আরও অনেক বিখ্যাত মানুষ উপস্থিত ছিলেন। সেখানে ভার্সেসকেও দেখা যায়।

ব্রিটনি স্পিয়ার্স ২০০৪ সালে বিয়ে করেছিলেন জাসন অ্যালেন আলেকজান্ডারকে। সেই বিয়ে যদিও ৫৫ ঘণ্টার বেশি টেকেনি। এরপর ২০০৪ সালেই বিয়ে করেছিলেন সংগীতশিল্পী কেভিন ফেডারলিনকে। তিন বছরেরও বেশি সময় একসঙ্গে থাকার পর ২০০৭ সালে বিচ্ছেদ হয় তাদের। এরপর দীর্ঘ ১৬ বছর একা ছিলেন ব্রিটনি। তারপরই ব্রিটনি ৪০ বছর বয়সে ২৮ বছর বয়সী মডেল স্যাম আসগারিকে বিয়ের সিদ্ধান্ত নেন এবং গোপনে বিয়েও করেন।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী