পটিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা
০৯ জুন, ২০২৪, 10:36 PM

নিজস্ব সংবাদদাতা
০৯ জুন, ২০২৪, 10:36 PM

পটিয়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মোরশেদ আলম, পটিয়া (চট্টগ্রাম):- চট্টগ্রামের পটিয়ায় এসএসসি ও সমমান শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা সংগঠনের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান পটিয়া ক্লাবে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব পটিয়া উপজেলা শাখার নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আরেফ সারতাজ।
এতে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা মোরশেদুল আলম খোরশেদ, আল্লামা জাকের আহসান, আল্লামা শেখ নাঈম উদ্দিন, আরিফুল হক জুয়েল।
ইমরান হোসেন হৃদয়ের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, আব্দুর রহিম, কুতুব উদ্দিন, আবুল কালাম, নাফিজ নেজাম, কায়েস ফারুকী, হাফেজ আরফাত হোসেন, আকবর হোসেন মানিক প্রমুখ।
এসময় বক্তারা, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে উঠার জন্য মানবতার রাজনীতির সাথে যুক্ত থেকে সমাজ, রাষ্ট্র ও বিশ্বে অবদান রাখার জন্য আহ্বান জানান।