ঢাকা ১৪ জুন, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লামা ইমাম হায়াত নির্বাচনী সময়সূচি পরিবর্তনকে স্বাগত এবং গণতান্ত্রিক পরিবেশ ও ডিজিটাল ভোটিংয়ের দাবি জানিয়েছেন পটিয়া বিএনপির দলীয় কোন্দল চরমে, ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে আবারো এনাম অনুসারীদের বিক্ষোভ "ইদ্রিস মিয়ার বক্তব্য ঘিরে সড়কে বিক্ষোভ এনাম অনুসারীদের" দুই শতাধিক যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা “দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজরা অফিস দখল করেছে” — ইদ্রিস মিয়া ফিলিস্তিন রাষ্ট্রের জন্য মুসলিম দেশগুলোর ভূমি ছাড়া উচিত: মার্কিন রাষ্ট্রদূত দেশে যেসব হাসপাতালে মিলবে করোনা পরীক্ষার সুবিধা "সুন্দর ও সমৃদ্ধ পটিয়া গড়তে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিসীম"-আনোয়ারুল আলম চৌধুরী চট্টগ্রামে জুলাই শহীদ পরিবারের পাশে এনসিপি: ঈদের আনন্দে কোরবানির পশু উপহার লন্ডনে তারেকের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হচ্ছে: ফখরুল

নায়িকার আবেদনময়ী ছবিতে কোহলির লাভ রিয়্যাক্ট, বললেন ‘ভুল হয়েছে’

#

ক্রীড়া ডেস্ক

০৩ মে, ২০২৫,  5:19 PM

news image

জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সের গ্রাফটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও চলতি আইপিএলে ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬৩.২৮ গড় ও ১৩৮ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন। সর্বোচ্চ রান শিকারিদের তালিকাতেও আছেন ৫ নম্বরে। শীর্ষে থাকা সাই সুদর্শনের চেয়ে মোটে ৬১ রানে পিছিয়ে আছেন বেঙ্গালুরু তারকা।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর মধ্যেই কোহলি নাম যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে। যে বিতর্কের জেরে ক্ষমাও চাইতে হয়েছে ভারতের সাবেক অধিনায়ককে।

ঘটনার সূত্রপাত এক ইনস্টাগ্রাম পোস্টে রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন ভারতীয় অভিনেত্রী অভনীত কৌর। ছবিগুলোতে কৌরকে কিছুটা বোল্ড লুকেই (আবেদনময়ী) দেখা যায়।

কিন্তু অভনীতের ছবি যতটা না ঝড় তোলে, তার চেয়ে বেশি আলোচনায় আসে রিয়্যাক্ট বক্সে কোহলির নাম! নেটিজেনরা যাচাই করে দেখেন, বেঙ্গালুরু তারকার পেজ থেকে লাভ রিয়্যাক্ট দেওয়া হয়েছে অভনীতের পোস্টে। অবশ্য কিছু সময় পরই রিয়্যাক্ট সরিয়ে নেন কোহলি। কিন্তু ঘটনা যা ঘটার, এরই মধ্যে ঘটে গেছে।

শেষমেষ ইনস্টাগ্রামে এক স্টোরিতে জানিয়ে দিয়েছেন, ভুল করে রিয়্যাক্ট পড়েছিল। তবে নিজের ক্ষমা চাওয়ার পোস্টে কারও নাম উল্লেখ করেননি কোহলি, ‘আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, আমার (ইনস্টাগ্রামের) ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো রিয়্যাক্ট পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। ওই রিয়্যাক্টের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি, অহেতুক কোনো অনুমান করা শুরু করবেন। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী