ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

নায়িকার আবেদনময়ী ছবিতে কোহলির লাভ রিয়্যাক্ট, বললেন ‘ভুল হয়েছে’

#

ক্রীড়া ডেস্ক

০৩ মে, ২০২৫,  5:19 PM

news image

জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সের গ্রাফটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও চলতি আইপিএলে ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬৩.২৮ গড় ও ১৩৮ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন। সর্বোচ্চ রান শিকারিদের তালিকাতেও আছেন ৫ নম্বরে। শীর্ষে থাকা সাই সুদর্শনের চেয়ে মোটে ৬১ রানে পিছিয়ে আছেন বেঙ্গালুরু তারকা।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর মধ্যেই কোহলি নাম যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে। যে বিতর্কের জেরে ক্ষমাও চাইতে হয়েছে ভারতের সাবেক অধিনায়ককে।

ঘটনার সূত্রপাত এক ইনস্টাগ্রাম পোস্টে রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন ভারতীয় অভিনেত্রী অভনীত কৌর। ছবিগুলোতে কৌরকে কিছুটা বোল্ড লুকেই (আবেদনময়ী) দেখা যায়।

কিন্তু অভনীতের ছবি যতটা না ঝড় তোলে, তার চেয়ে বেশি আলোচনায় আসে রিয়্যাক্ট বক্সে কোহলির নাম! নেটিজেনরা যাচাই করে দেখেন, বেঙ্গালুরু তারকার পেজ থেকে লাভ রিয়্যাক্ট দেওয়া হয়েছে অভনীতের পোস্টে। অবশ্য কিছু সময় পরই রিয়্যাক্ট সরিয়ে নেন কোহলি। কিন্তু ঘটনা যা ঘটার, এরই মধ্যে ঘটে গেছে।

শেষমেষ ইনস্টাগ্রামে এক স্টোরিতে জানিয়ে দিয়েছেন, ভুল করে রিয়্যাক্ট পড়েছিল। তবে নিজের ক্ষমা চাওয়ার পোস্টে কারও নাম উল্লেখ করেননি কোহলি, ‘আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, আমার (ইনস্টাগ্রামের) ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো রিয়্যাক্ট পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। ওই রিয়্যাক্টের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি, অহেতুক কোনো অনুমান করা শুরু করবেন। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী