ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫ ক্ষমতার লোভ ভয়ানক, মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন: হাবিবুল আউয়াল দক্ষিণ জেলা বিএনপি: ইউনিট কমিটির আবেদন শুরু ৭ জুলাই

নায়িকার আবেদনময়ী ছবিতে কোহলির লাভ রিয়্যাক্ট, বললেন ‘ভুল হয়েছে’

#

ক্রীড়া ডেস্ক

০৩ মে, ২০২৫,  5:19 PM

news image

জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক পারফরম্যান্সের গ্রাফটা উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও চলতি আইপিএলে ব্যাট হাতে ভালো সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৬৩.২৮ গড় ও ১৩৮ স্ট্রাইকরেটে ৪৪৩ রান করেছেন। সর্বোচ্চ রান শিকারিদের তালিকাতেও আছেন ৫ নম্বরে। শীর্ষে থাকা সাই সুদর্শনের চেয়ে মোটে ৬১ রানে পিছিয়ে আছেন বেঙ্গালুরু তারকা।

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানোর মধ্যেই কোহলি নাম যুক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে। যে বিতর্কের জেরে ক্ষমাও চাইতে হয়েছে ভারতের সাবেক অধিনায়ককে।

ঘটনার সূত্রপাত এক ইনস্টাগ্রাম পোস্টে রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করেন ভারতীয় অভিনেত্রী অভনীত কৌর। ছবিগুলোতে কৌরকে কিছুটা বোল্ড লুকেই (আবেদনময়ী) দেখা যায়।

কিন্তু অভনীতের ছবি যতটা না ঝড় তোলে, তার চেয়ে বেশি আলোচনায় আসে রিয়্যাক্ট বক্সে কোহলির নাম! নেটিজেনরা যাচাই করে দেখেন, বেঙ্গালুরু তারকার পেজ থেকে লাভ রিয়্যাক্ট দেওয়া হয়েছে অভনীতের পোস্টে। অবশ্য কিছু সময় পরই রিয়্যাক্ট সরিয়ে নেন কোহলি। কিন্তু ঘটনা যা ঘটার, এরই মধ্যে ঘটে গেছে।

শেষমেষ ইনস্টাগ্রামে এক স্টোরিতে জানিয়ে দিয়েছেন, ভুল করে রিয়্যাক্ট পড়েছিল। তবে নিজের ক্ষমা চাওয়ার পোস্টে কারও নাম উল্লেখ করেননি কোহলি, ‘আমি একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, আমার (ইনস্টাগ্রামের) ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত কোনো রিয়্যাক্ট পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। ওই রিয়্যাক্টের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি, অহেতুক কোনো অনুমান করা শুরু করবেন। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী