ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
৩২ নম্বরে হাড়গোড়, আলামত সংগ্রহ করেছে সিআইডি স্টেশনে বাংলা নাম দেখে চটলেন ব্রিটিশ এমপি, সমর্থন দিলেন মাস্ক পাকিস্তানি নৌ মহড়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ ভারত রাজকুমার হ্যারিকে যুক্তরাষ্ট্র ছাড়া করবেন ট্রাম্প ইউক্রেন সফরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দিল্লির মতো ঢাকায় মহানগর সরকার গঠনের সুপারিশ কমিশনের আলী আকবর মিন্টু পুলিশের জালে বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য সমালোচনা করলে অনেক উপদেষ্টা খেপে যান: রিজভী

নতুন কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় দীঘি

#

বিনোদন ডেস্ক

২৮ জুলাই, ২০২৪,  2:37 PM

news image
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউর কারণে আটকে গেছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির নতুন অনেক কাজ। আর ওটিটি প্লাটফর্মের জন্য ইতিমধ্যেই যেসব কাজ শেষ করেছেন, তাও চলমান পরিস্থিতির কারণে মুক্তির অপেক্ষায়।

দীঘি বলেন, ‘জংলি সিনেমায় আমার কয়েকটি সিকোয়েন্স ও একটি গানের শুটিং বাকি ছিল। দেশ অস্থিতিশীল হওয়ার ঠিক আগের দিন গানের শুটিং শেষ করেছি। তার আগে ডাবিংয়ের কাজও শেষ করি। যতদূর জানি আগামী দু-এক মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজকদের।’

‘জংলি’র প্রসঙ্গে দীঘি বলেন, ‘এই সিনেমার গল্পটি অসাধারণ। প্রথমবার শুনেই পছন্দ করার মতো। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে।’

এছাড়াও দীঘি অভিনীত ‘থার্টিসিক্স টোয়েন্টিফোর থার্টিসিক্স’ নামে একটি ওয়েব ফিল্ম ওটিটি প্লাটফর্ম চরকি মুক্তির কথা ছিল। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে সেটিরও মুক্তি পেছানোর সিদ্ধান্ত নেয় চরকি কর্তৃপক্ষ। নতুন মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।

দীঘি বলেন, ‘দেশের অবস্থা স্বাভাবিক হলেই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে বলে তার ধারণা। রিয়াজুর রহমানের পরিচালনায় এতে আমি অভিনয় করেছি প্রিয়ন্তীর চরিত্রে। সব মিলিয়ে এখন অপেক্ষায় আছি, কবে নতুন কাজগুলো দর্শকদের সামনে আসবে। আর হাতে থাকা কাজগুলো শুটিং শুরু করার।’

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী