সংবাদ শিরোনাম
ধার করে চলছে বিএনপি!
০৪ জানুয়ারি, ২০২৩, 2:42 PM

NL24 News
০৪ জানুয়ারি, ২০২৩, 2:42 PM

ধার করে চলছে বিএনপি!
আর্থিক সংকটে বেকায়দায় আছে বিএনপি। ধার করে নিত্যদিনের খরচ জোগাতে হচ্ছে দলটিকে। এতে হিমশিম খাচ্ছেন সংশ্নিষ্ট নেতারা। তাই এবার ব্যয় নির্বাহ করতে দলের কেন্দ্রীয় নেতাদের মাসিক চাঁদা পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য নেতাদের চিঠিও দেওয়া হচ্ছে দলের দপ্তর থেকে।চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নেতাদের মাসিক চাঁদা নিয়মিত পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। অনেকে যথসময়ে চাঁদার টাকা সম্পূর্ণ কিংবা আংশিক পরিশোধ করছেন। তবে অনেকের চাঁদা এখনও বকেয়া রয়েছে। এতে দৈনন্দিন ব্যয় নির্বাহ করায় সমস্যা হচ্ছে। চিঠিতে ১০ জানুয়ারির মধ্যে চাঁদা পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পর্কিত