দুর্গাপূজায় আনন্দহীন অপু ও পূজা
বিনোদন ডেস্ক
১২ অক্টোবর, ২০২৪, 1:19 PM

বিনোদন ডেস্ক
১২ অক্টোবর, ২০২৪, 1:19 PM

দুর্গাপূজায় আনন্দহীন অপু ও পূজা
হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা চলছে। সারা দেশজুড়ে পূজামণ্ডপে চলছে উৎসবের আমেজ। কিন্তু এই উৎসবের বিশেষ দিনগুলোতে মন ভালো নেই শোবিজের দুই জনপ্রিয় তারকা—অপু বিশ্বাস ও পূজা চেরির। কারণ, এবার তাদের পূজার আনন্দ হারিয়ে গেছে মাতৃবিয়োগের শোকের মাঝে।
অপু বিশ্বাস ঢাকায় অবস্থান করছেন এবারের পূজায়। কিন্তু তার মুখে কোনো আনন্দ নেই। তিনি বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের ভালোবাসা ও আদরে আমি আজকের অপু বিশ্বাস। তার অনুপ্রেরণাতেই এতদূর আসতে পেরেছি। সেই মা আর নেই, তাকে ছাড়া পূজার আনন্দ আর কোনোদিনই ফিরে আসবে না।
অন্যদিকে সিরাজগঞ্জে শুটিংয়ে ব্যস্ত পূজা চেরি। তবে মাতৃহীন পূজার দিনগুলো তার জন্যও কষ্টের। তিনি বলেন, গত বছর মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। এখন সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে। এবার কোনো পরিকল্পনা নেই। এমনকি নিজের জন্য কিছুই কিনিনি। শুটিংয়ে ব্যস্ত থাকব।
তাদের মন খারাপ থাকলেও পূজামণ্ডপে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করতে ভোলেননি এই দুই নায়িকা। অপু পূজার দিনগুলো কাটাচ্ছেন তার ছেলে জয়ের সঙ্গে। আর পূজা শুটিং ইউনিটের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।