ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
দক্ষিণ ভূর্ষি শীতলা মন্দির পরিচালনা কমিটির সভাপতি কাঞ্চন নাথ, সম্পাদক সুমন দেবনাথ “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম “টাইফয়েড এখনো মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা"—সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নোবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা: ছাত্রদল কমিটিতে ‘শিবির সংশ্লিষ্টতার' অভিযোগ পটিয়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সমন্বয় সভা পটিয়ায় ভূমি অফিসে দালালবিরোধী অভিযান, এক যুবকের সাজা ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪২ পটিয়ায় একই দিনে অজ্ঞান পার্টির প্রতারণা ও দরজা কেটে ১৫ লাখ টাকার মালামাল চুরি অজ্ঞান পার্টির খপ্পরে স্বর্ণালংকার- নগদ টাকা হারালেন বৃদ্ধা পটিয়ায় ২৪ ঘণ্টায় দুই চুরি, এক আত্মহত্যা : চরম উৎকন্ঠায় স্থানীয়রা

দীর্ঘদিনের বিরতি ভাঙছেন অভিনেত্রী শাওন

#

বিনোদন ডেস্ক

০৪ জুলাই, ২০২৪,  4:22 PM

news image
ছবি: সংগৃহীত

লেখক-নির্মাতা হ‌ুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’এর পর অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আর কোন সিনেমায় শেষ অভিনয় করেছেন। এমনকি হ‌ুমায়ূনের মৃত্যুর পর শাওনকে আর অভিনয়েও দেখা যায়নি। অবশ্য গানের জন্য মাঝেমধ্যে খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার দীর্ঘদিনের সেই বিরতি ভাঙছেন শাওন। 

সংবাদমাধ্যম অনুযায়ী, নির্মাতা ফাখরুল আরেফীন খানের নতুন সিনেমা ‘নীল জোছনা’য় অভিনয় করবেন মেহের আফরোজ শাওন। 

বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী জানান, সরকারি অনুদানে নির্মিতব্য এ সিনেমার কাহিনি প্যারাসাইকোলজি বিষয়ক। লেখক মোশতাক আহমেদের উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে এটি নির্মাণ হচ্ছে।

দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা ও সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে শাওন বলেন, ‘অনেকটা দিন আমি নিজেই অভিনয় করতে চাইনি। এই সময়ে সিনেমার প্রস্তাব এলেও রাজি হয়নি। কিন্তু মাস দুই হলো রাজি হয়েছি। 

আর নীল জোছনায় অভিনয়ের প্রধান কারণ এর চিত্রনাট্য। চরিত্রটিও আমার ভালো লেগেছে। এছাড়া যে থিমে এটি নির্মিত হবে, সেটিও বেশ ভালো লেগেছে।’

জানা যায়, ইতিমধ্যে নীল জোছনা’র শুটিং শুরু হয়েছে। তবে তাতে এখনও অংশ নেননি শাওন। শুক্রবার (৫ জুলাই) থেকে শুটিংয়ে যোগ দিবেন তিনি।

নীল জোছনা’য় শাওন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, ইন্তেখাব দিনার, পার্থ বড়ুয়া, এফএস নাঈম প্রমুখ। আরও রয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম।

অভিনয় জগতে শাওনের শুরুটা শিশুশিল্পী হিসেবে। নির্মাতা ইবনে মিজানের ‘আলাল দুলাল’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। আর নায়িকা হিসেবে শাওনের প্রথম সিনেমা হ‌ুমায়ূন আহমেদ পরিচালিক ‘শ্রাবণ মেঘের দিন’।

এ ছাড়াও তিনি অভিনয় করেছেন ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ও ‘আমার আছে জল’ সিনেমায়। নির্মাতা হিসেবেও শাওনের পরিচিতি রয়েছে। ২০১৬ সালে মুক্তি পেয়েছে তার পরিচালনায় একমাত্র সিনেমা ‘কৃষ্ণপক্ষ’।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী