দিশা ট্রাস্ট
নিজস্ব সংবাদদাতা
০৫ ডিসেম্বর, ২০২২, 1:29 PM

নিজস্ব সংবাদদাতা
০৫ ডিসেম্বর, ২০২২, 1:29 PM

দিশা ট্রাস্ট
পটিয়ার অন্যতম মানবিক সংগঠন দিশা ট্রাস্ট কে নিয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাইফুল করিম চৌধুরী নাফিসের লেখা কবিতা-দিশা ট্রাস্ট
কবিতা
দিশা ট্রাস্ট
-সাইফুল করিম চৌধুরী
আমাদের আছে সুন্দর শক্তিশালী একটি সামাজিক সংগঠন, নাম তার 'দিশা ট্রাস্ট' অ্যাসোসিয়েশন।
নিপিড়িত সমাজে অসহায় মানুষের পরম বন্ধু যারা, আমাদের প্রিয় 'দিশা ট্রাস্ট'র গর্বিত সদস্য তারা।
সমাজে শিক্ষা নিয়ে করবো কাজ,মূল্যায়ন মেধাবীর সুরক্ষা, সমাজের কাছে *দিশা ট্রাস্ট*এর এইতো প্রতিজ্ঞা।
দূষন মুক্ত পরিবেশ গড়াতে রোপন করা সবুজ বৃক্ষের সমাহার, সামাজিক সংগঠন দিশা ট্রাস্টের অন্যতম উপহার।
সমাজ থেকে মাদক নির্মূলে চালানো চিরন্তন প্রয়াস, সেইতো মোদের 'দিশা ট্রাস্ট'র নিত্য দিনের কাজ।
ছুড়ে ফেলে দিবো সমাজ থেকে কুসংস্কার যত,নতুন রুপে সমাজ গড়বো উন্নত পরিবেশে বিজ্ঞান সম্মত।
শিক্ষার মান বাড়াতে সবাই কষ্ট করছে যত,কাজ করে যাচ্ছে 'দিশা ট্রাস্ট' দিনরাত অবিরত।
দু'চোখ ভরা স্বপ্ন,বুক ভরা নিয়ে একসাথে চলি এগিয়ে,সকলের সামনে মাথা উঁচু করে দাড়াবো 'দিশা ট্রাস্ট' কে নিয়ে।