ঢাকা ০১ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
বাকলিয়ায় গ্রেফতার পটিয়ার ছাত্রলীগ নেতা সাজ্জাদ পটিয়ায় চুরির ঘটনায় গ্রেফতার ৩, স্বর্ণালঙ্কার-মোবাইল উদ্ধার মঙ্গলবার থেকে ঢাকা-ময়মনসিংহে সব থানায় অনলাইন জিডি শুরু আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশিয়া পুলিশ চাকরি ছেড়ে রিলস বানিয়ে কোটি টাকা আয় করছেন অভিনেত্রী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’, ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস‌ উত্তরা, ধানমণ্ডি, পল্টনে পরীক্ষামূলক ই-রিকশা চালু আগস্টে এনবিআর কর্মকর্তাদের শাটডাউনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের ৬ দফা দাবি: বৈষম্য ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫

দক্ষিণ জেলা বিএনপি: ইউনিট কমিটির আবেদন শুরু ৭ জুলাই

#

নিজস্ব সংবাদদাতা

২৬ জুন, ২০২৫,  4:13 PM

news image

মোরশেদ আলম, পটিয়া:-  চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা ইউনিট কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক সাংগঠনিক নির্দেশনা জারি করেছে দলটি। আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ৭ জুলাই থেকে ১০ জুলাই তারিখের মধ্যে আবেদন জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

দলীয় কার্যালয় থেকে বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিলুপ্ত ঘোষিত ইউনিট কমিটিগুলোকে পুনর্গঠনের অংশ হিসেবে ত্যাগী, অভিজ্ঞ ও সংগঠনে সক্রিয় নেতাকর্মীদের মধ্য থেকে নতুন নেতৃত্ব বাছাই করা হবে।

আবেদনের নির্দেশনা:
১. আবেদনকারীর রাজনৈতিক বৃত্তান্তে জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
২. বিগত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের ভূমিকা, ছবি ও প্রাসঙ্গিক তথ্যসহ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
৩. আবেদন ও প্রমাণাদি সফটকপি (PDF) এবং হার্ডকপি আকারে জমা দিতে হবে।
৪. আবেদন জমার সময়সীমা: ৭ জুলাই থেকে ১০ জুলাই প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
৫. সফটকপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আহ্বায়ক বা সদস্য সচিব বরাবর পাঠাতে হবে এবং হার্ডকপি সরাসরি দলীয় কার্যালয়ে (দোস্ত বিল্ডিং, ৩য় তলা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) জমা দিতে হবে।

কমিটি গঠনের লক্ষে দায়িত্বপ্রাপ্তরা হলেন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেচার, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য ফৌজুল কবির ফজলু, সদস্য সালেহ জহুর, সদস্য এম. মনছুর উদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, “সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে নেতৃত্বের নতুন কাঠামো গঠন জরুরি। এ প্রক্রিয়ায় সক্রিয়, পরীক্ষিত এবং ত্যাগী নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে।”

সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের সব প্রস্তুতি সম্পন্ন করে যথাসময়ে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।”

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী