তিন মাস পর যুক্তরাজ্যের অর্থনীতিতে সামান্য প্রবৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৫, 8:20 PM
আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি, ২০২৫, 8:20 PM
তিন মাস পর যুক্তরাজ্যের অর্থনীতিতে সামান্য প্রবৃদ্ধি
তিন মাসের সংকোচনের পর যুক্তরাজ্যের অর্থনীতি অবশেষে সামান্য প্রবৃদ্ধি অর্জন করেছে। জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) জানিয়েছে, গত নভেম্বর মাসে অর্থনীতি ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে অর্থনীতিবিদরা প্রত্যাশা করেছিলেন এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হবে।
উৎপাদন শিল্প ও ব্যবসায়িক ভাড়ায় মন্দার কারণে এই অপ্রত্যাশিত কম প্রবৃদ্ধি দেখা গেছে। অর্থমন্ত্রী র্যাচেল রিভস বলেন, “জীবনযাত্রার মান উন্নত করতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো আমাদের এক নম্বর অগ্রাধিকার।” তিনি সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন।
তবে কিছু ব্যবসায়ী সরকারের নীতির সমালোচনা করেছেন। সুইস নির্মাতা ব্রুডেরারের ইউকে শাখার প্রধান অ্যাড্রিয়ান হালার বলেন, “সরকার অনেক দ্রুত অনেক পরিবর্তন এনেছে, যা আমাদের ব্যবসায় টিকে থাকার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।”
ওএনএস জানিয়েছে, নির্মাণ খাতের বাণিজ্যিক উন্নয়ন এবং সেবাখাতের ভালো পারফরম্যান্স এই সামান্য প্রবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। তবে, তেল ও গ্যাস উত্তোলন খাত এবং উৎপাদন শিল্পে পতন প্রবৃদ্ধিকে সীমিত করেছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান স্থবির অবস্থা সত্ত্বেও ২০২৫ সালে ভোক্তাদের চাহিদা বৃদ্ধির কারণে অর্থনীতির উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে, ট্যাক্স বৃদ্ধির কারণে ব্যবসায়িক খরচ বাড়বে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং বেতন বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে।