ঢাকা ০৪ ফেব্রুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
সমালোচনা করলে অনেক উপদেষ্টা খেপে যান: রিজভী ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিলেন ব্রিটেনের সাবেক এমপি দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে ইদ্রিস মিয়া মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব খাল খনন উদ্বোধনে লাল গালিচা, ব্যাখ্যা দিলো ডিএনসিসি পটিয়ায় এক দিনে দুই লাশ উদ্ধার কানাডা, মেক্সিকো ও চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর শুরু যুক্তরাজ্যে টানা পঞ্চম মাস বাড়ল বাড়ির দাম রিটার্ন জমা দেওয়া যাবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে কোকাকোলা

যুক্তরাজ্যে টানা পঞ্চম মাস বাড়ল বাড়ির দাম

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৫,  3:57 PM

news image
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের আবাসন বাজারে টানা পঞ্চম মাস বাড়ির দাম বৃদ্ধি পেয়েছে। তবে, মূল্যবৃদ্ধির গতি আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছে ন্যাশনওয়াইড বিল্ডিং সোসাইটি। 

প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে গড় বাড়ির দাম আগের মাসের চেয়ে ০.১% বেড়ে ২ লাখ ৬৮ হাজার ২১৩ পাউন্ডে এ পৌঁছেছে। অন্যদিকে, বার্ষিক হারে মূল্যবৃদ্ধির হার ডিসেম্বরে ৪.৭% থেকে কমে জানুয়ারিতে ৪.১% হয়েছে। গত অক্টোবরের পর এটিই সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।  

২০২২ সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ব্যর্থ অর্থনৈতিক নীতির পর ঋণের সুদ বাড়ায় বাজারে ধস নেমেছিল। ন্যাশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার বলেন, "অর্থনৈতিক চাপ সত্ত্বেও বাজারের স্থিতিশীলতা বজায় রয়েছে। তবে, ঐতিহাসিক তুলনায় আবাসন খাত এখনও চ্যালেঞ্জের মুখে।"  

এদিকে, লন্ডনের রিয়েল এস্টেট সংস্থা ফকস্টনসের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে বাড়ি বিক্রির পরিমাণ গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাজার শক্তিশালী থাকার আশাও প্রকাশ করেছে তারা।  

গত বছরের ৩১ মার্চের মধ্যে ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে স্ট্যাম্প ডিউটির শূন্য হার সুবিধা প্রত্যাহার করা হবে। এ কারণে এর আগে বাড়ি ক্রয়ে বাড়তি চাহিদা তৈরি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনওয়াইড। 

গত সেপ্টেম্বরে সরকার প্রথমবারের ক্রেতাদের জন্য স্ট্যাম্প ডিউটি ছাড়ের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ ২৫ হাজার পাউন্ড এবং অন্যান্য ক্রেতাদের জন্য ১ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ ৫০ হাজার এ বাড়িয়েছিল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরে ঘোষণা করা হয়, ২০২৪ সালের মার্চ শেষে এই সুবিধা বাতিল হবে।

logo

প্রধান সম্পাদক : হেফাজুল করিম রকিব

সম্পাদক : নূরুন্নবী আলী